বেশ কছুদিন ধরেই কর্ণাটকে বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলেছে কংগ্রেস। এর মধ্যেই সোমবার বিধানসভার স্পিকারের কাছে ইস্তফা দিলেন ‘নিখোঁজ’ থাকা বিধায়ক উমেশ যাদব। কংগ্রেসের অভিযোগ, উমেশ বিকিয়ে গেছে বিজেপির কাছে। তাই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন তিনি। ইস্তফা দেওয়ার কারণ না জানানোয় এই অভিযোগ সার-জল পাচ্ছে আরও।
উমেশ যাদব উত্তর কর্ণাটকের কালবুর্গি জেলায় চিঞ্চোলি বিধানসভা কেন্দ্র থেকে দু’বার নির্বাচিত হয়েছেন। তিনি ইস্তফা দেওয়ার পর এই বিষয়ে কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি দীনেশ গুন্ডু রাও বলেন, ‘উমেশ যাদব যে ইস্তফা দেবেন, আমরা আগেই জানতাম। তিনি বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছেন। নিজের স্বার্থসিদ্ধির জন্য তিনি দল ছেড়েছেন। তাঁকে বিশ্বাসঘাতক বলা যেতে পারে’।
গুন্ডু রাও টুইট করেন, বিধানসভার মাননীয় অধ্যক্ষের সঙ্গে দেখা করে আমি ও সিদ্দারামাইয়া বলেছি, চার বিধায়ককে দলত্যাগ বিরোধী আইনে বরখাস্ত করা হোক। তাঁদের উদ্দেশে একাধিকবার হুইপ জারি করা হয়েছে। নোটিসও দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা কেউ উপস্থিত হননি।
চার বিধায়ক ‘নিখোঁজ’ হওয়ার পরে কংগ্রেস অভিযোগ করে, বিজেপি বিধায়ক কেনাবেচা করছে। জনতা দল সেকুলার এবং কংগ্রেসের জোট সরকারকে ফেলে দেওয়াই তাদের উদ্দেশ্য। এদিন উমেশ যাদব ইস্তফা দিলেও কুমারস্বামী সরকারের গরিষ্ঠতা বজায় থাকবে। কিন্তু শাসক জোটের চিন্তা, আগামী দিনে আরও বেশি সংখ্যক বিধায়ক যদি তাঁর পথ অনুসরণ করেন তাহলে সরকার বিপদে পড়তে পারে।
