হিমাচলপ্রদেশের মানালিতে রবিবার দেখা দিল দুই চিতাবাঘ। চারিদিকে সাদা বরফের মধ্যে লোমশ গায়ের দুই চিতাবাঘ রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করে দিয়েছিল এলাকাবাসীর মধ্যে। চিতাবাঘের হানায় গুরতর জখম হয়েছে এক স্থানীয় বাসিন্দা। মেরে ফেলেছে রাস্তার তিনটে কুকুর। এলাকাবাসীরা খবর দেন বনদফতরে। খবর পেয়েই ছুটে আসে বনকর্মীদের বিশেষ দল।
চিতাবাঘের আক্রমনে আহত ব্যক্তির ছেলে জানিয়েছেন, “প্রতিদিনের মতোই রবিবারও মর্নিং ওয়াকে গিয়েছিলেন আমার বাবা। সেই সময়েই বাবার উপর ঝাঁপিয়ে পড়ে ওই দু’টো চিতাবাঘ।” স্থানীয়দের কথায় মানালির এই এলাকায় রয়েছে বেশ কিছু স্কুল। তাই সকালবেলা এই জায়গায় হাজির থাকে প্রচুর ছোট ছোট বাচ্চা। এ দিন রবিবার হওয়ায় লোকজন কম ছিল।
বনদফতরের সূত্রে খবর অনুযায়ী, দীর্ঘক্ষণের চেষ্টায় একটি চিতাবাঘকে বাগে আনতে পেরেছে বনদফতর। সূত্রের খবর, ঘুমপাড়ানি গুলি মেরেই বাগে আনা হয়েছে একটি চিতাবাঘকে। আপাতত পালামপুরে পাঠানো হয়েছে তাকে। প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে চিতাবাঘটিকে।