বাংলার ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরকে সুন্দর করে সাজিয়ে তুলতে নানারকম উদ্যোগ নিয়েছেন। শহরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে, দূষণ রোধ করতে সবসময়েই নজর দেন তিনি। সবুজ বাঁচাতে, শহরের সৌন্দর্যায়নে মমতার অন্যতম উদ্যোগ হল ‘ সেভ গ্রীন, স্টে ক্লিন’। হিডকো চেয়ারম্যান দেবাশিস সেনও টুইট করলেন এই বিষয়ে।
দেবাশিস সেন জানালেন, কলকাতার নিউ টাউনে আগামী ১ মার্চ থেকে বর্জ্য পদার্থের পৃথকীকরণ করা শুরু হবে। রবীন্দ্রতীর্থে বিকেল ৪টের সময় সকলকে এই বিষয়ক একটি পদযাত্রায় অংশগ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে।
এই উদ্যোগে দুটি বালতিতে বর্জ্যকে পৃথক ভাবে রাখা হবে। একটি বালতিতে থাকবে খাদ্যজাত বর্জ্য, সবজি, ফলের খোসা, মাছের আঁশ, মাংশের হাড়, ডিমের খোলা, শুকনো ফুল এবং অন্যটিতে থাকবে কাগজ বা কার্ডবোর্ডজাত বর্জ্য, প্লাস্টিকের বোতল, ব্যবহৃত ওষুধের পাতা ইত্যাদি। এই উদ্যোগের ফলে শহর যে আরও পরিচ্ছন্ন হয়ে উঠবে তা বলাই বাহুল্য।