পুলওয়ামা কান্ডের পরে অনেক ক্ষেত্র থেকেই পাকিস্তানকে বয়কট করা হচ্ছে। সে নিয়ে বিতর্কও কম হচ্ছে না। এই পরিস্থিতিতেই আরও বিতর্কের আবহ তৈরি করলেন উত্তরপ্রদেশে কংগ্রেসের শরিক মহান দলের প্রধান কেশব দেব মৌর্য্য৷ ভোট চাইতে গিয়ে উত্তেজনার বশে বলে ফেললেন, “ কংগ্রেস প্রার্থী যদি পাকিস্তানিও হন, তবুও তাঁকে ভোট দিন”।
কেশব মৌর্য্যর এই মন্তব্যের পরই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। রবিবার মোরাদাবাদের একটি জনসভায় গিয়ে তিনি বলেন, কংগ্রেসের হাত চিহ্নের সব প্রার্থীকে ভোট দিন এবং তাঁদের জয়ী করুন। এখনেই শেষ না করে মৌর্য্য বলেন, “প্রার্থী কে সেটা বড় কথা নয়। কোন দলের হয়ে লড়ছেন সেটা বিবেচনা করেই ভোট দিন। যদি কোনও প্রার্থী পাকিস্তান থেকে এসেও কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়ান তাহলে তাকেও ভোট দিন। কংগ্রেসকে ক্ষমতায় আনতে গেলে প্রার্থী নয় দলকে দেখে ভোট দিন”।
তাঁর এই মন্তব্যের পরে স্বাভাবিক ভাবেই উঠেছে সমালোচনার ঝড়।সোশ্যাল মিডিয়াতেও চলছে নিন্দা। তাঁর এই মন্তব্যে কেউ বলেছেন, “এই এলেন আর এক কেজরীবাল।” কেউ আবার বলেছেন, “শুধু পাকিস্তানি কেন, আতঙ্কবাদী হলেও তাঁকে ভোট দেব!” কেউ আবার বেশি মাত্রায় ক্ষুব্ধ হয়ে বলেছেন, “হাতের ছাপে ভোট নয়, এ সব মানুষের মুখে হাতের ছাপ ফেলতে ইচ্ছে করে!”