উত্তরপ্রদেশের ভাদোহীর রোটাহা গ্রামে কার্পেট কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড। এর জেরে কমপক্ষে ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে । তাঁদের মধ্যে ৯ জন শ্রমিক-ই মালদার এনায়েতপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধ্বংস্তূপের নীচে আরও মৃতদেহ আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই সমস্ত বাড়িতে মূলত কার্পেটের কাজ হয় বলে জানা গিয়েছে। কিন্তু সেই কার্পেট তৈরির আড়ালে বেআইনি ভাবে বাজি তৈরি চলছিল বলে জানা গিয়েছে। আর সেজন্যে প্রচুর বারুদ মজুত রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। আর মজুত করে রাখা বাজি থেকেই ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা বলে মনে করা হচ্ছে।
উত্তরপ্রদেশের ভাদোহীর রোটাহা গ্রামে কার্পেট কারখানাটি অবস্থিত। এদিন সকাল ১১টা নাগাদ তীব্র বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। দেখা যায়, বিস্ফোরণের ফলে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারখানাটি। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিস। ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ-ও। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ।
বিস্ফোরণে নিহত শ্রমিকদের নাম- আতাউর মোমিন, আবদুল গফ্ফর, মহম্মদ সুভান আনসারি, ইসরাফিল মোমিন, আবদুল কালাম মোমিন, আলমগির মোমিন, আজাদ মোমিন, আবদুল কাদির, মোসাওয়ার। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, বিস্ফোরণের জেরে রাজ্যের শ্রমিকদের মৃত্যুর খবর পাওয়ার পরই দলীয় নেতৃত্বকে মালদা যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে মালদা যাচ্ছেন বলে জানিয়েছেন পুরমন্ত্রী। আরও জানিয়েছেন, রাজ্য পুলিসের একটি দল উত্তরপ্রদেশ যাচ্ছে।