বুধবার রাতে আটলেটিকো মাদ্রিদের মাঠে খেলতে গিয়ে ২-০ গোলে হারতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে। যার ফলে উয়েফা চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের শেষ আটের টিকিট পাওয়া বেশ কঠিনই হয়ে পড়েছে।
পুরো ম্যাচে খুব একটা স্বপ্রতিভ ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা রোনাল্ডো। যে কারণে ম্যাচ শেষেও ধরে রাখতে পারেননি নিজের মেজাজ। ক্ষেপেছেন আটলেটিকোর দর্শকদের ওপর, দিয়েছেন মোক্ষম জবাব।
নিজের পেশাদার ক্যারিয়ারে এখনও পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের হয়ে মোট ৫টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন রোনাল্ডো। তাই যখন ইউসিএলের ম্যাচে রোনাল্ডোকে ব্যু করা হচ্ছিল, তখন তিনি সেটা মেনে নিতে পারেননি।
তাই তো আটলেটিকোর মাঠ ওয়ান্দা মেট্রোপলিটন থেকে বের হওয়ার সময় এক দর্শক রোনাল্ডোকে ব্যু দিলে তিনি পাল্টা জবাবে দেখিয়ে দেন নিজের পাঁচটি আঙুল এবং বলেন, ‘আমার পাঁচটা চ্যাম্পিয়নস লিগ শিরোপা আছে। তোমাদের ওয়ান্দা মেট্রোপলিটনের কয়টা? একটাও না।’
এসময় প্রথম লেগে ২-০ গোলে হারলেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর হুমকিই যেন দিয়ে রাখলেন রোনাল্ডো। তিনি বেশ রাগের সহিত বলেন, ‘সেকেন্ড লেগে আমরাও দেখে নেবো।’
আগামী ১৩ মার্চ জুভেন্টাসের ঘরের মাঠে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক দল এবং আটলেটিকো মাদ্রিদ।