ক্রিস গেইল মাঠে নামা মানেই বাউন্ডারির ওপারে বলের উড়ে যাওয়া- যেন সমার্থক। বাউন্ডারি মারার চেয়ে ছক্কা মারাটাই যেন গেইলের কাছে সবচেয়ে সহজ কাজ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন কি না গেইল নন, রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের বুমবুম আফ্রিদি।
এবার এক বিধ্বংসী ইনিংস খেলে পাকিস্তানি তারকাকে পার হয়ে গেলেন ক্রিস গেইল। গড়লেন নতুন বিশ্বরেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে বুধবার রাতে গেইল মেরেছেন ১২টি ছক্কা। যে কারণে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলের ছক্কার সংখ্যা দাঁড়ালো ৪৭৭টি। প্রাক্তন পাক অলরাউন্ডার শাহিদ আফ্রিদির রেকর্ড ভেঙে দিলেন ক্রিস গেইল।
আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার ৪৭৭টি ছয় মেরেছেন। এই কৃতিত্ব গড়তে ৫১৪ আন্তর্জাতিক ইনিংস খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান। ৩৯ বয়সি এই ক্রিকেটারের টি-২০টিতে ১০৩টি ছয় রয়েছে। একদিনের ক্রিকেটে রয়েছে ২৭৬টি এবং টেস্টে ৯৮টি।