এবার কলকাতা পুরসভার উদ্যোগে বিনা খরচে ক্যানসার ও থ্যালাসেমিয়া বাহক শনাক্তকরণ চালু করা হচ্ছে। স্তন ও জরায়ু ক্যানসার আক্রান্তদের পুরসভার হেলথ ক্লিনিকে প্রাথমিকভাবে দেখা হবে।
ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা তুলনামূলকভাবে বেশি হলেও বিগত কিছু বছর ধরে বিনা খরচে নাগরিকদের দিয়ে আসছে পুরসভা। ওয়ার্ডের হেলথ সেন্টারে ডাক্তারেরা রোগী দেখছেন, দেওয়া হচ্ছে ওষুধ। তবে এবার শহরের বিভিন্ন হেলথ সেন্টারে মহিলাদের স্তন ও জরায়ু ক্যানসার পরীক্ষা চালু করছে পুরসভা। বেসরকারি হাসপাতালে এই পরীক্ষা এবং থ্যালাসেমিয়ার পরীক্ষা করাতে গেলে অনেক খরচ হয় সেখানে পুরসভা বিনা খরচায় এই পরিষেবা দেবে।
স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন, দেশের মধ্যে এই প্রথম কোনও পুরসভা বিনা খরচে এই পরিষেবা চালু করেছে। এই কর্মসূচি চালু হলে কলকাতা লাগোয়া শহরতলির বাসিন্দারা অনেক সুবিধা পাবেন।
স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, “ক্যানসার শনাক্তকরণ কর্মসূচি চালুর আগে ডাক্তারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। জরায়ু ক্যানসার পরীক্ষার জন্য কেনা হবে আধুনিক যন্ত্রপাতি। আপাতত শহরের ৮টি সেন্টার থেকে এই পরীক্ষা চালু করা হবে”। তিনি আরো জানিয়েছেন, ” মানবিক কারণেই পুরসভা কেবলমাত্র নির্দিষ্ট এলাকার গন্ডিতে স্বাস্থ্য পরিষেবা প্রকল্পকে সীমাবদ্ধ রাখেনি”।