অস্ট্রেলিয়ায় গিয়ে ভারত টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে অনায়াসে। সে স্মৃতি তাজা থাকতে থাকতেই এবার ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া। দুই টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডে খেলতে আসছে অস্ট্রেলিয়া। সে সফরের কথা জানাতে টিভি পর্দায় হাজির হয়েছেন বীরেন্দর সহবাগ। বিজ্ঞাপনে মজা করে অস্ট্রেলিয়াকে খোঁচা দিতেও ভোলেনি সম্প্রচারের দায়িত্ব পাওয়া টিভি চ্যানেলটি।
বিজ্ঞাপনের শুরুতেই দেখা গেছে এক গাদা দুগ্ধপোষ্য শিশু অস্ট্রেলিয়ার জার্সি পরে একটি ড্রেসিংরুমে ঢুকছে। সে সঙ্গে সহবাগের কণ্ঠে আদুরে ডাক, ‘ওলে ওলে ওলে। দেখ কে এসেছে এখানে? অস্ট্রেলিয়ার পুরো বাহিনী চলে এসেছে। ওলে ওলে ওলে।’ বলেই শিশুদের কোলে নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন সহবাগ। অস্ট্রেলিয়ার ভারত সফর নিয়ে এই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার জার্সি পরিহিত একদল বাচ্চাকে সামলাচ্ছেন তিনি। এই বিজ্ঞাপনটি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
অস্ট্রেলিয়া সফরে মেলবোর্ন টেস্টে ঋষভ পন্তের সঙ্গে মজা করছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইন। ওয়ানডে সিরিজে মহেন্দ্র সিং ধোনি থাকায় পন্তের না খেলার সম্ভাবনা ছিল এ কারণেই বন্ধুত্বপূর্ণ আহ্বান জানিয়েছিলেন পেইন, ‘তুমি বেবি সিট করতে পার? আমি বউকে নিয়ে একদিন সিনেমা দেখে আসব, তুমি একটু বাচ্চাদের দেখে রাখবে।’
এমন চমৎকার স্লেজিংয়ের পালটা জবাব দিয়েছিলেন পন্ত। পেইন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দুই বাচ্চাকে কোলে নিয়ে ছবি তুলেছেন পন্ত। পেইনের স্ত্রী বনি ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন, ‘সেরা বেবিসিটার।’ অস্ট্রেলিয়ার ভারত সফরের আগে এমন বিজ্ঞাপণ বানিয়ে সে মজার কথাই মনে করিয়ে দিয়েছে স্টার স্পোর্টস।
কিন্তু বিজ্ঞাপনে শিশু বলতে অস্ট্রেলিয়া দলকেই বোঝানো হচ্ছে সেটা বুঝতে শেষে পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যখন দেখা গেল কোলে বসা শিশুর কারণে প্যান্ট ভিজে গেছে সহবাগের। তখনই সহবাগের মুখে স্বগতোক্তি, ‘শুধু একটাই চিন্তা ওরা আমাদের একাগ্রতা দেখে আবার হিসু না করে।’ ইঙ্গিতটা বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। অস্ট্রেলিয়া সাবধান, ভারত দেশের মাটিতে আরও ভয়ংকর!
২৪ ফেব্রুয়ারি বিশাখাপত্তমের প্রথম টি-টোয়েন্টি দিয়ে অস্ট্রেলিয়ার ভারত সফর শুরু। ২ মার্চ ওয়ানডে সিরিজ শুরু হয়ে শেষ হবে ১৩ মার্চ।