সুনন্দ পুষ্কর হত্যা মামলায় সাংবাদিক অর্নব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিল দিল্লীর একটি আদালত। জানা গেছে, সুনন্দার স্বামী তথা কংগ্রেস সাংসদ শশী থারুরের করা এক আবেদনের ভিত্তিতে গত ২১ জানুয়ারি এই নির্দেশ দেন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ধর্মেন্দ্র সিংহ। অর্নব গোস্বামী বর্তমানে রিপাবলিক টিভির এডিটর ইন চিফ।
আদালতে শশী থারুর অভিযোগ জানিয়েছিলেন, সুনন্দার মৃত্যুর তদন্তের সঙ্গে জড়িত বেশ কিছু গোপন নথি বেআইনিভাবে হাতিয়ে নিয়ে তা নিজের সংবাদ চ্যানেলের মাধ্যমে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন অর্ণব গোস্বামী। শুধু তাই নয়, তাঁর সম্মতি ছাড়াই, অর্ণবের সংস্থা তাঁর ব্যক্তিগত ই-মেল অ্যাক্সেস করেছে বলেও অভিযোগ তাঁর। একটি তদন্ত চলাকালীন কীভাবে কোনও সংবাদমাধ্যম তার গোপন রিপোর্ট এভাবে প্রকাশ্যে আনতে পারে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন থারুর। নিজেদের চ্যানেলের টিআরপির স্বার্থে অর্ণবের চ্যানেল লাগাতার তাঁকে নিয়ে অপমানজনক মন্তব্য করে চলেছে বলেও কোর্টে অভিযোগ করেছেন শশী থারুর।
কংগ্রেস সাংসদের এই আবেদনের প্রেক্ষিতেই দিল্লীর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে দিল্লী পুলিশকে। ৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
