বাংলার মেয়েদের স্বনির্ভরশীল করে তুলতে সদা সচেষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন তিনি। সেরকমই এক উদ্যোগ পথসাথী।
মুর্শিদাবাদের ডোমকলে জলঙ্গি রাজ্যসড়কের ধারে সরকারি উদ্যোগে তৈরি হয়েছে পান্থনিবাস পথসাথী। যেখানে স্বনির্ভর হয়ে উঠছেন মহিলারা। পথচলতি মানুষের মনোরম পরিবেশে থাকা-খাওয়ার সু-বন্দোবস্ত করতেই রাজ্য সরকারের এহেন উদ্যোগ।
দু’বছর আগে তৈরি হয়েছিল এই পান্থনিবাসটি। এখানে কমদামে বিভিন্ন খাবার পাওয়া যায়। পান্থনিবাসের সামনের বাগানে ফসল ফলানো থেকে রান্নাবান্না, পরিবেশন সবটাই করেন মহিলারা। এর ফলে সংসারে আয় বাড়ছে তাঁদের।
স্বনির্ভর গোষ্ঠীর মোট ২২ জন মহিলা এই মুহূর্তে কাজ করছেন এখানে। আগত মানুষদের অর্ডার মত বিভিন্ন খাবার তৈরি করেন তাঁরা। পথসাথীর যাবতীয় দেখভালও তাঁরাই করেন।
জলঙ্গির যুগ্ম বিডিও রানাদিত্য বিশ্বাস জানিয়েছেন, “আমরা পথসাথীকে পরিচালনার দায়িত্ব ব্লক প্রশাসনের পক্ষ থেকে চোঁয়াপাড়া সমন্বয় সঙ্ঘ নামক এক স্বনির্ভর গোষ্ঠীর সঙ্ঘের হাতে তুলে দিয়েছি”।
শিরিনা নাজমিন নামে স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্যা জানিয়েছেন, “ আমাদের সংসারের অনেক উন্নতি হয়েছে। এখানে কাজ করে আমরা যা উপার্জন করছি, তা আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার কাজে লাগছে’’। এহেন অভিনব প্রকল্পের জন্যে মমতাকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন সকলে। মমতার সহায়তায় স্বনির্ভরতার ডানা মেলে উড়ছেন মহিলারা।