বিরোধীরা হাত মেলালেই কুপোকাত হবে মোদী সরকার। লোকসভা ভোটের আগে ইন্ডিয়া টুডে-র সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। তাতেই মিলেছে মোদি সরকারের পতনের ইঙ্গিত। জানা যাচ্ছে, ত্রিশঙ্কু হবে ভোটের ফল৷
ইন্ডিয়া টুডে এবং কারভি সম্প্রতি একটি সমীক্ষা করেছে যার ফল প্রকাশিত হয়েছে আজ শুক্রবার৷ সেখানেই দেখা যাচ্ছে, ইউপিএ বা এনডিএ কোনও শিবিরই ম্যাজিক ফিগারে পৌঁছতে পারবে না৷ এক্ষেত্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর সঙ্গে তৃণমূল, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি হাত মেলালেও তাদের আসন সংখ্যা থামবে ২৬৯-এ৷ প্রতিপক্ষ এনডিএ পাবে ২১৯টি আসন৷ অন্যান্যদের দখলে থাকবে ৫৫টি আসন৷ অর্থাত্ সমীক্ষায় ইঙ্গিত, ত্রিশঙ্কু হতে চলেছে আগামী লোকসভা।
সমীক্ষায় দেখা যাচ্ছে, শতাংশের বিচারে এনডিএ জোটের ভোট কমে দাঁডা়বে ৩৫-এ৷ অন্যদিকে বাড়বে ইউপিএ-এর ভোট শতাংশ৷ তারা পেতে পারে ৪৪ শতাংশ ভোট৷ বাকিরা পেতে পারে ২১ শতাংশ ভোট৷ ১৩, ১৭৯ জন দেশবাসীর উপর এই সমীক্ষা চালান হয়েছে৷ সমীক্ষার প্রবণতা যদি মিলে যায় শেষ পর্যন্ত তাবে বলাই যায় ১৯শের ফাইনাল কার্যত শক্ত লড়াই হতে চলেছে গেরুয়া শিবিরের কাছে৷ রহুলের কংগ্রেস, মমতার তৃণমূল এবং উত্তরপ্রদেশের ‘বুয়া-বাবুয়া’ জোট শক্ত গাঁট মোদী-শাহ জুটির কাছে৷
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিন রাজ্যে জয়-ই পরিস্থিতি অনেকটা বদলে দিয়েছে৷ ক্রমশ বাড়ছে কংগ্রেস সভাপতি রহুল গান্ধীর নেতৃত্বাধীন হাত শিবিরের গ্রহণযোগ্যতা৷ দলে আনা হয়েছে প্রিয়াঙ্কাকে৷ ফুলপুর-গোরক্ষপুর আসনে এসপি-বিএসপি জোটের জয় দেখিয়েছে অখিলেশ-মায়াবতী হাত মেলালে কঠীন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে বিজেপিকে৷ বাংলাতেই অটুট মমতা ম্যাজিক৷ সব মিলিয়ে বিরোধী শিবির এক জোট হলেই পৌঁছে যেতে পারে ম্যাজিক ফিগারের দিকে৷