‘মোদী-শাহর মাথা ঘুরিয়ে দিয়েছেন মমতা।’ এমন চাঞ্চল্যকর মন্তব্য কোনও বিরোধী দল নয়। স্বয়ং এনডিএ শরিক শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের। পাশাপাশি, বিরোধীদের ‘জনবিরোধী’ বলা বন্ধ করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে তাঁর বার্তা, আপনার সরকার ‘চিরস্থায়ী’ এমন ভ্রান্ত ধারণা এবার ঝেড়ে ফেলুন।
এরপরই আরও একধাপ এগিয়ে শিবসেনা প্রধান জানিয়েছেন, ‘কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিশাল সমাবেশ দেখে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী-শাহর মাথা ঘুরিয়ে দিয়েছেন মমতা।’ শিবসেনার মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে এমনটা বলা হয়েছে। শরিক দলের প্রধানের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে মোদী-সহ গোটা গেরুয়া শিবির।
এনডিএ শরিক হওয়া সত্ত্বেও একাধিক ইস্যুতে বিজেপি এবং প্রধানমন্ত্রীর সমালোচনা করে এসেছে শিবসেনা। তার মধ্যে নোট বাতিল এবং রামমন্দিরের মতো ইস্যুও রয়েছে। এবার তৃণমূল নেত্রীর আয়োজনে ব্রিগেড র্যালির ‘সাফল্য’ নিয়ে সরাসরি মোদীকে বিঁধল তারা। দলের মুখপত্রে সাফ বলা হয়েছে, ‘মোদী সরকারের যেমন নির্বাচনে লড়ে ক্ষমতায় থাকার অধিকার আছে, ঠিক তেমনই বিরোধীদেরও মুখোশ খুলে দিয়ে সরকারকে পরাজিত করার অধিকার আছে।’
শিবসেনা প্রধান আরও মোদীর উদ্দেশ্যে আরও লিখেছেন, মমতা-সহ ওই সমাবেশে উপস্থিত বেশিরভাগ নেতাই বাজপেয়ীর আমলে এনডিএরই শরিক ছিলেন। তাই তাঁদের উপহাস করার কোনও কারণ নেই। আর এমন ভাবনা নিয়েও চলার কোনও কারণ নেই যে, মোদীজির সরকার চিরস্থায়ী।
১৯ জানুয়ারির ঐতিহাসিক ব্রিগেডে উদ্ধব ঠাকরেকেও আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা। কিন্তু শিবসেনা আসেনি। এ প্রসঙ্গে ‘সামনা’য় বলা হয়েছে, ব্রিগেডের সমাবেশে যাঁরা উপস্থিত হয়েছিলেন তাঁরা সকলেই ধর্মনিরপেক্ষ। কিন্তু শিবসেনা ‘হিন্দুত্ব’র আদর্শগত অবস্থানে অনড়। রামমন্দির এবং অভিন্ন দেওয়ানি বিধির দাবি থেকে সরছে না তারা। তাই কলকাতার র্যালিতে শিবসেনা যায়নি।
এর পাশাপাশি শিবিসেনার মুখপত্রে আরও বলা হয়েছে, এনডিএ শরিক রামবিলাস পাসোয়ান, নীতীশ কুমার এবং রামদাস আটাওয়ালে রামমন্দির ও অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে। তা সত্ত্বেও তাঁরা সরকারে আছেন। শুধু তাই নয়, ‘ভাল’ ও ‘সৎ’ আখ্যা পাচ্ছেন।