ব্রিগেড ঘিরে গোটা বাংলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বলা যেতে পারে বাংলা এখন ব্রিগেডময়। এবারের ব্রিগেডে লোকসংস্কৃতি নিজগুণেই এক অন্য জায়গা দখল করে নিয়েছে। কাঁকসা, পুরুলিয়া থেকে আদিবাসীরা আসছেন ধামসা-মাদল, ছৌ, টুসু নিয়ে। সেই পথে হেঁটেই সম্প্রীতি নিয়ে লোকগান গাইতে ব্রিগেডের মঞ্চে আসছেন শিল্পী নাজমুল হক।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে লোকসঙ্গীতের আঙ্গিকে সম্প্রীতির গান লিখল উজানিয়া। এই গানগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পাঠানো হয়েছে। এই গানগুলির জন্যেই ব্রিগেডে আসছেন অ্যালবামের শিল্পী নাজমুল।
তিনি জানিয়েছেন, “ ধর্ম বিক্রি করে নয়, তাকে সাধনার মধ্যে দিয়েই হয় মুক্তি। কারণ ধর্ম সাধনার বলে। অন্তরের কথা বলে।” তাঁর অভিযোগ, ধর্মকে রাজনীতির আঙ্গিকে ব্যবহার করা হচ্ছে যা চূড়ান্ত অনৈতিক। তার বিরুদ্ধেই বাংলার মুখ্যমন্ত্রীর লড়াই। তাই তিনি বলেছেন, “ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার”। মুখ্যমন্ত্রীর এই কথাতেই অনুপ্রেরণা পেয়ে এই গানগুলির সৃষ্টি বলে জানান তিনি।
সপ্তাহ দুয়েক হল প্রকাশ পেয়েছে উজানীয়ার গানগুলি। কৃষকদের ন্যায্য পাওনা, কৃষি-শিল্প, কন্যাশ্রী ইত্যাদি নিয়েও গান আছে সেখানে। আর এই সব নিয়েই ব্রিগেডের মঞ্চে আসছেন নাজমুল।