সাধারণ মানুষের উন্নয়নে নয়, বিতর্ক-সন্ত্রাস-হিংসা-হানাহানির মধ্যেই থাকতে ভালোবাসে বিজেপি। ৫ রাজ্যের ভোটে কার্যত নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের রথযাত্রা বাতিল করে দেওয়া, এই দুই নিয়ে দল যখন কোণঠাসা তখনই নরেন্দ্র মোদীর অস্বস্তি বাড়িয়ে নিজের দোকানে প্রায় ১০৮ রকমের অস্ত্র রাখার দায়ে গ্রেফতার বিজেপি নেতা৷
ঘটনাটি মহারাষ্ট্রের দমবিভলির। থানের দমবিভলিতে বিজেপির সহকারী প্রধান পদে রয়েছেন ধনঞ্জয় কুলকার্নি।সেখানেই তাঁর দোকান তপস্যা হাউস অফ ফ্যাশন। সূত্র মারফত খবর পাওরা পর সেখানেই অভিযান চালায় পুলিশ। তখনই ওই বিপুল অস্ত্রের খোঁজ পায় পুলিশ যার মধ্যে মেলে বন্দুক, তরোয়াল, ছুরি প্রভৃতি৷
অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কল্যাণের আদালত ওই কর্মীকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য। ঠিক কি কারণে তাঁর কাছে এত অস্ত্র ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।