ফেসবুকে নারীদের ‘কুমারীত্ব’ নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য করায় বড়সড় শাস্তির মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনক সরকার। ইতিমধ্যে অনির্দিষ্ট সময়ের জন্য তাঁর ক্লাস নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ওমপ্রকাশ মিশ্র। তদন্ত চলাকালীন কনক সরকারের ক্যাম্পাসে ঢোকার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ বুধবার অধ্যাপক কনক সরকারের বিতর্কিত পোস্ট নিয়ে বৈঠকে বসেন ছাত্র ও শিক্ষক কমিটি। সেখানে তিন দফা দাবি উঠে আসে। এর মধ্যে প্রথম দাবি ছিল, কনক সরকারের ক্লাস নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা। এরপরই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগীয় প্রধান জানিয়ে দেন, অনির্দিষ্টকালের জন্য কোনও ক্লাস নিতে পারবেন না ওই অধ্যাপক। বাকি দু’টি দাবি অর্থাৎ কুরুচিকর মন্তব্যের জন্য ওই অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত এবং তাঁর কঠিন শাস্তির সুপারিশ করা হয় উপাচার্যকে। ‘কুমারীত্ব’ প্রসঙ্গে অধ্যাপক কনক সরকারের এই পোস্টের জেরে বিশ্ববিদ্যালয় কালিমালিপ্ত হয়েছে বলে জানান উপাচার্য সুরঞ্জন দাস। তিনি বলেন, ওই অধ্যাপক ক্লাসেও নারীবিদ্বেষী নানা মন্তব্য করতেন কিনা, সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে, অধ্যাপকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।
এদিকে, ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য সরকারও। পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। পাশাপাশি শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জানিয়েছেন, এ ধরনের মন্তব্য কখনই সমর্থনযোগ্য নয়। যদিও শিক্ষকের ওই পোস্ট ঘিরে এখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ তুঙ্গে।