ধারাবাহিকতার অপর নাম বিরাট কোহলি। কাল এডিলেডে করলেন ৩৯ তম শতরান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচীন তেন্ডুলকারের রয়েছে ৪৯ টেস্ট শতরান। তা যে বিরাট টপকে যাবেন এবিষয়ে এখন আর কোনও সন্দেহ নেই। মঙ্গলবার দুরন্ত ১০৪ রান করে ম্যাচের সেরা হয়েছেন বিরাট। দলকে জিতিয়েছেন। যেভাবে খেলছেন তাতে হয়ত আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ডকেও টপকে যেতে পারেন। ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন তো সেরকমই সম্ভাবনা দেখছেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন অ্যাডিলেড ওভালে বিরাট কোহলির পারফরম্যান্সে দারুণ খুশি। আজহারের মতে, ‘বিরাট কোহলি ধারাবাহিকভাবে রান করে যাচ্ছে। সুস্থ যদি থাকতে পারে। তাহলে ১০০ সেঞ্চুরি করে ফেলার ক্ষমতা রাখে বিরাট। ইতিমধ্যেই অনেক বিখ্যাত ক্রিকেটারকে টপকে গেছে কোহলি। শুধুমাত্র ধারাবাহিকতার জন্যই। দুর্দান্ত ক্রিকেটার। বিরাট শতরান করলে সাধারণত ভারতকে সেই ম্যাচ আর হারতে হয় না।’
ফিনিশার ধোনির প্রশংসাও করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক আজহার। এডিলেডে ভারতীয়দের দুরন্ত পারফরম্যান্স নিয়ে আজহারের মত, ‘সাধারণত ভারতের প্রথম তিন ব্যাটসম্যান রান পেলে টিম ইন্ডিয়া ম্যাচ বের করে নেয়। সিডনিতে আমরা দ্রুত তিন উইকেট হারিয়েছিলাম। রোহিত শর্মার দুরন্ত শতরান সত্ত্বেও ম্যাচটা আমরা জিততে পারিনি। কিন্তু এডিলেডে বিরাট দুরন্ত ব্যাট করল। ধোনিও দারুণ খেলেছে। ক্লান্ত হয়ে গেলেও উইকেট ছুঁড়ে দিয়ে আসেনি মাহি। দীনেশ কার্তিকও গুরুত্বপূর্ণ ইনিংস খেলে গেছে। গোটা দলই বেশ ভাল খেলেছে।’ এরপরই আজহারের সংযোজন, ‘ঘরোয়া ক্রিকেটে খেলছে না ধোনি। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেওয়া মুশকিল। কিন্তু ধোনি অন্য প্রতিভা। তা এডিলেডে বুঝিয়ে দিল।’