এনআরএস হাসপাতালে কুকুরছানাদের নৃশংস ভাবে হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক ভাবে তিন জন ছাত্রী-সহ ৫ জনকে চিহ্নিত করে ফেলল। তবে এখনও আরও পাঁচ কমিটির নজরে রয়েছে। আজ সকালে সকালে এন্টালি থানার পুলিশ হাসপাতালে গিয়ে অভিযুক্ত নার্সিংয়ের তিন ছাত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন। টানা জেরার মুখে ভেঙে পড়ে অপরাধ স্বীকার করেন দু’জন৷ ময়না তদন্তের রিপোর্টে জানা গেছে বিষক্রিয়া নয়, পিটিয়েই মেরে ফেলা হয়েছে কুকুরগুলিকে।
কুকুরকে মারধর করার যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল, সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরেছেন, সৌরভ চক্রবর্তী নামে আর আহমেদ ডেন্টাল কলেজের তৃতীয় বর্ষের এক পড়ুয়া সেটি আপলোড করেন। আপলোডে সৌরভকে সাহায্য করেন ওই কলেজের আর এক পড়ুয়া সৌরভের বন্ধু আরবান ডগলাস। এই দু’জনই নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে গঠিত তদন্ত কমিটির কাছে আপলোডের বিষয়টি জানান। সঙ্গে ওই দিনের ঘটনার প্রসঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাঁরা তদন্ত কমিটিকে দিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁদের থেকেই হাসপাতালের তদন্ত কমিটি জানতে পেরেছে, ভিডিয়োয় দু’জন মহিলাকে দেখা গেলেও ১০-১২ জনের একটি দল সে সময় উপস্থিত ছিল। এর পর সৌরভদের কথা শুনে এবং হাসপাতালে তদন্ত চালিয়েই প্রাথমিক ভাবে ওই ১০ জনকে চিহ্নিত করেছে কমিটি। প্রাথমিক তদন্তে এই ঘটনায় একজন ছাত্রী ও একজন ‘গ্রুপ ডি স্টাফ-এর নাম উঠে আসছে।
কুকুর নিধনকাণ্ডে নিন্দার ঝড় সর্বত্র। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে এন্টালি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সমাজকর্মীরা। নিন্দার ঝড়ে বিশিষ্টমহলেও। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা না হলে এই বিক্ষোভ এন্টালি থানার সামনেই সীমাবদ্ধ থাকবে না বলে তাঁদের দাবি। শহরের বিভিন্ন জায়গায় তাঁরা বিক্ষোভ দেখাবেন।