উত্তরপ্রদেশে মায়া-অখিলেশের জোট বিজেপিকে ‘হোয়াইট ওয়াশ’ করে ছাড়বে। মায়াবতীর সঙ্গে দেখা করে সপা-বসপা জোটের সঙ্গে তাঁদের দলের সংযুক্তিকরণের কথা ঘোষণা করে একথা বলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব।
লক্ষৌতে মায়াবতীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন তেজস্বী। উত্তরপ্রদেশে এসপি–বিএসপি জোটকে স্বাগত জানিয়ে সেখানেই তেজস্বী মায়াবতীকে পরিষ্কারভাবে জানিয়ে দেন আরজেডি-ও এই জোটের অংশ হচ্ছে। পরে সাংবাদিকদের বলেন, ‘আজ দেশে এমন অবস্থা হয়েছে যে ওরা বিআর আম্বেডকরের সংবিধান নষ্ট করে নাগপুরের আইন প্রয়োগ করতে চাইছে। মানুষ মায়াবতীজি–অখিলেশজির জোটকে স্বাগত জানিয়েছে। উত্তর প্রদেশ এবং বিহারে বিজেপি হোয়াইটওয়াশ হয়ে যাবে। ওরা উত্তর প্রদেশে একটাও আসন জিতবে না। সব আসন পাবে সপা-বসপা জোট’।
তাঁর বাবা লালুপ্রসাদ যাদবও বিহার বিধানসভায় যেভাবে আরজেডি-জেডিইউ জোট বিজেপিকে হারিয়েছিল, সেভাবে আঞ্চলিক দলগুলিকে একজোট হওয়ার করা বলেছেন বলে জানিয়েছেন তেজস্বী।