ছবির ট্রেলর সামনে আসার পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। লোকসভা ভোটের ঠিক আগেই এরকম এক ছবির মুক্তিকে ঘিরে চলেছিল তুমুল সমালোচনা। আর আজ কলকাতার একটি হলে বন্ধ হল অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের প্রদর্শন। সিনেমা প্রদর্শন বন্ধ করে দিল কলকাতার হিন্দ আইনক্স কর্তৃপক্ষ। যদিও রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, “রাজ্যের কোথাও কোনও সিনেমা বন্ধের নির্দেশ দেওয়া হয়নি।”
ছবিটি প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদে এদিন সকাল থেকেই পথে নামেন যুব কংগ্রেস সমর্থকরা। সকাল থেকেই হিন্দ আইনক্সের সামনে স্লোগান দিয়ে, নরেন্দ্র মোদীর কুশ পুতুল পুড়িয়ে বিক্ষোভও দেখান তাঁরা। পরিস্থিতি বিচার করে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ছবিটি প্রদর্শন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হলের বাইরে বাড়তে থাকে উত্তেজনা। এই পরিস্থিতিতে শো শুরুর ১০ মিনিটের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় ছবিটি প্রদর্শন। দর্শকরা জানিয়েছেন, ছবি শুরুর ১০ মিনিটের মধ্যেই শো বন্ধ করে দেওয়া হয়। তারপরই তাঁদের হল থেকে বেরিয়ে যেতে বলা হয়।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর লেখা বই নিয়ে এই ছবি তৈরি হয়েছে। পরিচালনা করেছেন বিজয় গুট্টে। অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে এই সিনেমা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ছবিতে দেখানো হয়েছে, মনমোহন সিং-কে নিয়ন্ত্রণ করত গান্ধী পরিবার। জানা গিয়েছে, ৮২ জন দর্শক ঢুকেছিলেন ‘বিতর্কিত’ সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে। তাঁদের টিকিটের টাকাও ফেরত দিয়ে দেয় হল কর্তৃপক্ষ।