সিবিআই ডিরেক্টরের পদ থেকে অপসারণের পরই চাকরি থেকে ইস্তফা দিলেন অলোক বর্মা। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন হোমগার্ড, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের শীর্ষকর্তার পদ ফিরিয়ে চাকরি থেকে ইস্তফা দিলেন অলোক বর্মা৷ মঙ্গলবার তাঁকে সিবিআই প্রধানের পদে বসিয়েছিল সুপ্রিম কোর্ট। বুধবার কাজে যোগও দিয়েছিলেন অলোক বর্মা। কিন্তু মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার ফের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি তাঁকে সিবিআই প্রধানের পদ থেকে সরিয়ে দেয়। করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দমকলের ডিরেক্টর জেনারেল। আজ শুক্রবার সেই পদ থেকেই ইস্তফা দিলেন অলোক বর্মা।
সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার সঙ্গে বিবাদের জেরে গত ২৩ অক্টোবর মধ্যরাতে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় অলোক বর্মা এবং রাকেশ আস্থানাকে। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন বর্মা। প্রধান বিচারপতির বেঞ্চ মধ্যরাতের সেই নির্দেশিকা খারিজ করে দেয়। ফলে পদ ফিরে পান বর্মা। বৃহস্পতিবার দায়িত্বভারও নিয়েছিলেন।
কিন্তু তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে বৈঠকে বসে উচ্চ ক্ষমতাসম্পন্ন ওই প্যানেল। সেই বৈঠকেই অলোক বর্মাকে সিবিআই ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার পর তাঁকে বদলি করে পাঠানো হয় দমকলের অধিকর্তার পদে। কিন্তু সেই পদে গ্রহণ করতে অস্বীকার করেন বর্মা।