সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে একদিনের আর্ন্তজাতিক দল নির্বাচন হয়েছে। সেই দলে ভারতীয় শিবিরে একদিনের আর্ন্তজাতিক এবং টি২০–তে ফিরে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে দলে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। দলে নেই ঋষভ পন্থ।
সে বিষয়ে মুখ খুলেছেন গাভাসকার। তাঁর মতে, ‘২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে আমার মনে হয় ধোনিকে একটা সুযোগ দেওয়া উচিত। কারণ, ধোনির বড় প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা রয়েছে। যে ২০১১ সালে ক্যাপ্টেন হিসেবে দেশকে বিশ্বকাপ দিয়েছে তাকে জীবনের শেষ বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া উচিত। সবচেয়ে বড় কথা, ধোনি খেললে অধিনায়ক বিরাট কোহলি অনেক উপকৃত হবে। ধোনির ফিল্ড সেটিং, বোলারদের পরিচালনা করার বিশাল অভিজ্ঞতা কোহলিকে সাহায্য করবে। তাই সব দিক দিয়ে ২০১৯ বিশ্বকাপে খেলা ধোনির প্রাপ্য।’ তাহলে কী হবে ফর্মে থাকা তরুণ উইকেটকিপার ঋষভ পন্থের? তার উত্তর দিয়েছেন গাভাসকার। তিনি জানিয়েছেন, ‘দলের ভারসাম্য বজায় রাখার জন্য পন্থকে বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে খেলানো যেতেই পারে। সীমিত ওভারের ক্রিকেটে ঋষভ খুব উপকারী ব্যাটসম্যান। সুতরাং, ভারতীয় দলের সমস্যা হবে না পন্থকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলালে।’
পাশাপাশি গাভাসকার খুব অবাক হয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে ওপেনার লোকেশ রাহুলের অর্ন্তভুক্তিতে। সানির বিস্ময়, ‘জানি না কেন একদিনের আর্ন্তজাতিকে রাহুলকে দলে রাখা হল! টি২০–তে ভাল খেলার অভিজ্ঞতা রয়েছে কারণ আইপিএল ভাল খেলে রাহুল। কিন্তু একদিনের ম্যাচ তো খেলেই না। হয়ত ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হল রাহুলকে।’