ঘরেই এবার বিরোধিতার মুখে পড়ল গেরুয়া শিবির। ব্যক্তিগত কম্পিউটারে উঁকি দেওয়ার যে নির্দেশিকা জারি হয়েছে তার বিরুদ্ধে আগেই সরব হয়েছে বিরোধীরা। এবার একই সুরে সোচ্চার হল বিজেপির শরিক দল শিবসেনাও। তাদের কথায়, শুধু কম্পিউটারে কেন, দেশেও জরুরী অবস্থা জারি করুক মোদী সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে শিবসেনার নেত্রী মনীষা কায়াণ্ডে বলেন, ‘মোদীজি যেভাবে গোটা দেশবাসীর বিরুদ্ধে আপনার সন্দেহ দিন দিন বাড়ছে সেক্ষেত্রে শুধু ব্যক্তিগত কম্পিউটারে নজরদারি কেন? আপনার উচিৎ সরকারিভাবে দেশে জরুরী অবস্থা জারি করা। দেরি না করে অবিলম্বে সেটাই জারি করে দিন আপনি’।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, দেশের যে কোনও ব্যক্তিগত কম্পিউটারে অবাধে প্রবেশ করতে পারবে ১০টি গোয়েন্দা সংস্থা। এঁর ফলে সেই ব্যক্তির অজান্তেই তাঁর ব্যক্তিগত তথ্যের ঝাঁপি খুলতে সক্ষম হবে কেন্দ্র। এই নির্দেশিকা জারি হওয়ার পরেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে গোটা দেশ।
অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের অভিযোগ, পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সাধারণ মানুষের তথ্য হাতাতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্র। সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল বলেন, ‘সরকারের এই নির্দেশ বিপজ্জনক। এই সরকার স্বৈরাচারের পথে হাঁটছে’। দেশের বুদ্ধিজীবী মহল থেকেও উঠেছে প্রতিবাদের ঝড়। এবার সেই প্রতিবাদেই গলা মেলাল শরিকদল শিবসেনাও।