২০১৮’র শুরুটা হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার দিয়ে, আর বছরের শেষটা! বছর শেষে বক্সিং ডে’তে মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে ফের লিড ফিরে পাবে কি কোহলিরা?
পার্থ টেস্টে ভারতের ১৪৬ রান হারের পর অনেকেই মনে করছেন মোলবোর্নে বক্সিং ডে টেস্ট এই সিরিজের ভাগ্য নির্ধারণ করে দেবে৷ অজিরা যেভাবে দাপটের সঙ্গে সিরিজে সমতা ফিরিছে এরপর কোহলিদের কাছে ব্র্যাডম্যানের দেশ থেকে সিরিজ জিতে ফেরা কঠিন হলেও অসম্ভব নয়, বলে মত প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের৷ মেলবোর্নে মহারাজের বাজি বিরাট অ্যাং কোম্পানি৷
এক ক্রিকেট স্কুলের প্রচারে গিয়ে সৌরভ বলেন, ‘ভারত এখনও সিরিজ জয়ের অবস্থায় রয়েছে৷ তবে সামনের দুই টেস্টে দলের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে৷’ এর আগে পার্থ টেস্টের হারের কারণ হিসেবে ভারতীয় মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতাকে দুষেছিলেন সৌরভ৷ কোহলি ও পূজারা ছাড়া অন্যরা বড় রান না করলে জেতা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন৷ মেলবোর্ন টেস্টে মাঠে নামার আগে দলের সঠিক কম্বিনেশন নিয়েও ভাবতে হচ্ছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে৷ ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ শুরু হচ্ছে৷