বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, যে দল যেখানে বেশি শক্তিশালী সেই দলই সেখানে প্রতিদ্বন্দ্বিতা করুক। তাহলেই বিজেপিকে হারানো অনেক সহজ হয়ে যাবে। অর্থাৎ একের বিরুদ্ধে এক ফর্মুলা। এবার মমতার দেখানো সেই পথেই হাঁটতে চলেছে উত্তরপ্রদেশের দুই শক্তিশালী দল বিএসপি-এসপি।
এবার কংগ্রেসকে ব্রাত্য রেখেই উত্তরপ্রদেশের লোকসভা আসনগুলি নিয়ে নিজেদের মধ্যে একপ্রকার রফা করে নিল বহুজন সমাজ পার্টি এবং সমাজবাদী পার্টি। এভাবে জোট করেই সাফল্য মিলেছিল আগে। কোণঠাসা করে দেওয়া গিয়েছিল বিজেপিকে। সূত্রের খবর, এবার সেই ফর্মুলাকে কাজে লাগিয়েই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসন বন্টন প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএসপি এবং এসপি। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের সঙ্গে আসলে কোনওরকম আসন সমঝোতাতেই যেতে রাজি নন মায়াবতী ও অখিলেশ। সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ওই দু’দলের তরফে।
সম্প্রতি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের নির্বাচনে কংগ্রেস সাফল্য পেয়েছে। সেখানে বিএসপি-এসপি তাদের সমর্থন করবে বলে জানিয়েও দিয়েছে ইতিমধ্যেই। কিন্তু উত্তরপ্রদেশে কংগ্রেসকে একচুলও জায়গা ছাড়তে নারাজ তারা। সূত্রের খবর, বিএসপি এবং এসপি সমান অঙ্কেরই আসন নিয়েছে। আর তিনটি আসন ছেড়েছে রাষ্ট্রীয় লোক দলকে। তবে এই আসন বন্টনের বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে ২০১৯ সালের ১৫ জানুয়ারি। দলীয় সূত্রে খবর, ওই নির্দিষ্ট তারিখটিকে বেছে নেওয়ার কারণ ওইদিনই বহেনজি মায়াবতীর জন্মদিন। তাই ওই দিনটিকেই এমন শুভকাজের যথার্থ সময় হিসাবে বেছে নেওয়া হয়েছে।