তিন রাজ্যে কংগ্রেসের কাছে ক্ষমতা হারিয়ে এমনিতেই অস্বস্তিতে বিজেপি। তার উপর গেরুয়া শিবিরের বিড়ম্বনা নতুন করে বাড়ালেন উত্তরপ্রদেশের বিধায়ক উদয়ভান চৌধুরি। প্রকাশ্যেই এক মহকুমাশাসককে হুমকি দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। উঠেছে নিন্দার ঝড়।
উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রির বিজেপি বিধায়ক উদয়ভান চৌধুরী বিক্ষোভরত কৃষকদের নিয়ে দেখা করতে গিয়েছিলেন সাব–ডিভিশনাল ম্যাজিস্ট্রেট গরিমা সিংয়ের সঙ্গে। সেখানেই সকলের সামনে মহকুমাশাসকের সঙ্গে তাঁকে গোলমালে জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। গরিমার বিরুদ্ধে সরকার বিরোধী কাজের অভিযোগ করে মহকুমাশাসককে সরকারি চাকর বলেও কটাক্ষ করেন তিনি। ভিডিও-তে দেখা যাচ্ছে, উদয়ভান আঙুল তুলে গরিমাকে বলছেন, ‘আপনি কি জানেন না আমি একজন বিধায়ক? আপনি কি একজন বিধায়ক ও গণতন্ত্রণের ক্ষমতা সম্বন্ধে ওয়াকিবহাল নন’?
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহকুমাশাসক কিছু বলার চেষ্টা করছিলেন। কিন্তু বিধায়কের হম্বিতম্বিতে তা ঢাকা পড়ে যায়। বিধায়কের বক্তব্য শেষ হতেই হইচই শুরু করে দেন তাঁর অনুগামীরা। তখন সকলের মুখেই শোনা যায় ‘এসডিএম মুর্দাবাদ’।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই নিন্দায় সরব হয়েছেন আইএএস অফিসারদের অ্যাসোসিয়েশন। একজন মহিলা সরকারি আধিকারিককে জনসমক্ষে ধমকে, চমকে, ওই বিধায়ক আসলে গণতন্ত্রের অপমান করেছেন বলেই মত তাঁদের। বিষয়টিতে হস্তক্ষেপ করেছে আগ্রা জেলার প্রশাসন। গরিমা সিং ও উদয়ভান চৌধুরি দুজনকেই আলোচনার জন্য ডাকা হয়েছে বলে জানা গেছে।