ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গত বারের রানার্সআপ লিভারপুল এবার গ্রুপপর্বেই বাদ পড়ার শঙ্কায়। আজ অ্যানফিল্ডে বাঁচা-মরার ম্যাচে নাপোলির মুখোমুখি হবে অল-রেডরা। ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচের আগে কঠিন সমীকরণে নাপোলি,পিএসজি ও লিভারপুল। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে তিনদলের ভাগ্য নির্ধারণ হবে আজ। বাদ পড়বে এক দল। নাপোলি ও পিএসজির চেয়ে পিছিয়ে থাকা লিভারপুলের জয় ছাড়া বিকল্প নেই। সার্বিয়ান ক্লাব রেডস্টার বেলগ্রেডের মাঠে নামবে নেইমার-এমবাপ্পের পিএসজি। দুইটি ম্যাচই শুরু হবে একসাথে।
পয়েন্ট তালিকায় পাঁচ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। দ্বিতীয় স্থানে থাকা পিএসজির সংগ্রহ ৮ পয়েন্ট। ৬ পয়েন্টে তৃতীয় স্থানে লিভারপুল। গ্রুপপর্বে আগেই বিদায় নিশ্চিত হয় বেলগ্রেডের (৪)। জয় পেলেই নকআউট পর্বে উত্তীর্ণ হবে পিএসজি। সেক্ষেত্রে লিভারপুলকে কমপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিততে হবে। আর যদি লিভারপুল, পিএসজি ও নাপোলি তিন দলেরই সমান ৯ পয়েন্ট হয়, হেড-টু-হেড সমীকরণে শীর্ষে উঠে আসবে লিভারপুল। আর দ্বিতীয় স্থান নির্ভর করবে অ্যানফিল্ডে ম্যাচের ফলাফলের ওপর। গ্রুপপর্বে নিজেদের প্রথম দেখায় নাপোলির মাঠে ৯০ মিনিটের গোলে হার দেখে লিভারপুল। ইংলিশ জায়ান্টদের কাছে মরসুমের প্রথম ম্যাচে ৩-২ ব্যবধানে হারের পর রেড স্টারের জালে (৬-১) এর গোলের বন্যা করে পিএসজি। প্যারিস থেকে ২-১ গোলের হার নিয়ে ফেরে লিভারপুল। আর গ্রুপপর্বে নাপোলি ও পিএসজির মধ্যকার দুইটি ম্যাচই ড্র হয়।