বিজেপি কর্মীদের অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালানোর ফলে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তৃণমূল কর্মী। অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটি ঘটেছে কোচবিহারে। মৃত ব্যক্তির নাম জোগেন বর্মণ(৫৫)।
শুক্রবার ধুপগুড়িতে বিজেপির মিছিল থেকে হামলা করা হয় পুলিশের ওপর। আহত হন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। সেই মিছিল থেকেই ফিরছিল বিজেপি কর্মীরা। সেদিন সন্ধ্যায় তৃণমূলের পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের হয়। সেই মিছিলেই ছিলেন মৃত ওই কর্মী।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘোকসাডাঙা থানার মাথাভাঙা হিন্দুস্তান মোড়ের কাছে বিজেপির পিকআপ ভ্যান এসে ধাক্কা মারে ওই ব্যক্তিকে। ঘটনাস্থলেই মারা যান তিনি। এই দুর্ঘটনার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। উত্তেজিত জনতা ভ্যানটিকে আটকে রাখে যদিও চালক ভয়ে পালিয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্রের খবর, ঘটনার সময় রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন তিনি৷ তখন খুব দ্রুত গতিতে থাকা ওই গাড়িটি তাঁকে ধাক্কা মেরে এগোনোর চেষ্টা করে। তৃণমূলের অঞ্চল সভাপতি অশোক বর্মণ বলেন, ‘‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে বিজেপি সমর্থকদের একটি গাড়ি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা চালায়।’’ মৃত ব্যক্তির পরিবারকে গভীর সমবেদনা এবং পাশে থাকার কথা জানিয়েছেন তিনি৷