শুনতে হয়তো খানিকটা অবাক লাগছে তবে এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতে ২০৩২ সালের অলিম্পিক প্রতিযোগিতা আয়োজনের জন্য সরকারিভাবে দাবি জানাল ভারতীয় অলিম্পিক সংস্থা বা আইওএ।
যদিও দেশের কোন শহরে এই মেগা প্রতিযোগিতা আয়োজিত হবে সেই ব্যাপারে কিছু খোলসা করা হয়নি আইওএ-র তরফে। তবে ভেন্যু হিসেবে দিল্লি ও মুম্বই অনেকটাই এগিয়ে আছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
ভারতীয় অলিম্পিক সংস্থার সচিব জানিয়েছেন ২০৩২ অলিম্পিকের জন্য বিড করার ব্যাপারে তারা ভীষণভাবে আগ্রহী। ইতিমধ্যেই বিড কমিটির সঙ্গে বৈঠকও করেছেন অলিম্পিক সংস্থার সচিব। ২০৩২ অলিম্পিকের জন্য বিড প্রক্রিয়া শুরু হবে ২০২২ সালে। তার তিন বছর পর অলিম্পিক কারা আয়োজন করতে চলেছে,তা জানাবে আইওসি। ২০২৫ সালে আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে জার্মানিও অলিম্পিক আয়োজনের ব্যাপারে ভারতের প্রতিপক্ষ হতে পারে বলে মনে করা হচ্ছে।