‘বিধানসভা ভেঙে দেওয়ার আগেই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে সাজাদ লোনকে বসাতে চেয়েছিল মোদী সরকার।’ তাঁর এমন মন্তব্যের পর বিতর্কের ঝড় ওঠে গোটা দেশজুড়ে। কিন্তু মুখ খোলার খেসারত হিসাবে তাঁকে বদলি করা হতে পারে, এমন আশঙ্কাই করছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি বলেছেন, চাকরি হয়তো যাবে না, কিন্তু বদলির আশঙ্কা রয়েইছে।
মাত্র তিন মাস আগেই জম্মু-কাশ্মীরের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন তিনি। মঙ্গলবার কিংবদন্তি কংগ্রেস নেতা গিরিধারী লালডোগরার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এই আশঙ্কার কথা জানিয়েছেন রাজ্যপাল। তাঁর কথায়, ‘আমি যত দিন আছি, আপনাদের ডাকে সাড়া দিয়ে মানুষের কাছে ছুটে যাব। কিন্তু, এখানে কতদিন দায়িত্বে থাকব, তা বলতে পারছি না।’ তাঁর এই সাম্প্রতিক মন্তব্য আবারও নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।
গত শনিবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে আইটিএম বিশ্ববিদ্যালয়ের প্রাক-সমাবর্তনে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সত্যপাল মালিক। রাতারাতি জম্মু-কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়ার প্রেক্ষিতে তিনি বলেছিলেন, দিল্লির নির্দেশ মানতে হলে সাজাদ লোনকে সরকার গড়ার সুযোগ দিতে হত। তা হতে দেবেন না বলেই তিনি বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।
এমন মন্তব্য যে উপত্যকার রাজনীতিতে এক অন্য মাত্রা যোগ করেছে, তা বলাই বাহুল্য। রাজ্যপালের সাহসিকতা এবং স্পষ্টবাদী মনোভাবের প্রশংসা করে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা তাঁকে অভিনন্দনও জানিয়েছেন।