হঠাৎই সময়টা খারাপ যাচ্ছে সনৎ জয়সূর্যের ৷ কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দুর্নীতি বিরোধী তদন্তে তথ্য না দেওয়ায় তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। সে ঘটনার সমাধান এখনো মেলেনি। এবার স্মাগলিংয়ের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে ৷
১৯৯৬ -বিশ্বকাপে শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন করার নায়কের নাম নিয়েছেন এক ব্যবসায়ী ৷ সুপারি চোরাচালানের সঙ্গে নাকি যুক্ত জয়সূর্য ৷ নাগপুরে কয়েক কোটি টাকার পচা সুপারি ধরা পড়েছে। রেভিনিউ ইন্টেলিজেন্স-এ তরফে জানানো হয়েছে, ইন্দোনেশিয়া থেকে শ্রীলঙ্কা হয়ে সেই পচা সুপারি ভারতে ঢোকে। বেশি কিছুদিন ধরেই এমন বেআইনি ব্যবসার রমরমা চলছে দেশজুড়ে। আর এই পঁচা সুপারির চোরাচালানের পাণ্ডা সনথ জয়সূর্য। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে আরও দুজন ক্রিকেটার নাকি চোরাচালানে যুক্ত। তবে তাঁদের নাম এখনই প্রকাশ করা হয়নি।
জানা গিয়েছে, জয়সূর্য যে এই পাচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তার জোড়ালো প্রমাণও নাকি তদন্তকারীদের হাতে রয়েছে। তদন্তকারী দফতরের পক্ষ থেকে শ্রীলঙ্কার সরকারের কাছে চিঠিও পাঠানো হয়েছে। সেখানে জয়সূর্য ও অন্য দুই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তের সময় সরকারের সাহায্য চাওয়া হয়েছে। ২ ডিসেম্বর জয়সূর্য ও অন্য দুই ক্রিকেটারকে ডেকে পাঠানো হবে বলে খবর।