অচেনা মাঠ, তাও আবার টার্ফের। তাতে কী? ভূস্বর্গের হাড়হিম করা ঠান্ডা। তাতেও কুছ পরোয়া নহি। মঙ্গল-দুপুরে মোহনবাগান বুঝিয়ে দিল, লক্ষ্য যখন হয় শুধুই জয়, তখন অন্য সবকিছু গৌণ হয়ে যায়। ঘরের দলকে হারিয়ে স্বস্তির তিন পয়েন্ট নিয়েই কাশ্মীর ছাড়ছে শংকর অ্যান্ড কোং।
কাশ্মীরের ঠান্ডা নিয়ে প্রথম থেকেই একটা দুশ্চিন্তা ছিল সবুজ-মেরুন শিবিরে। কনকনে ঠান্ডায় ফুটবলাররা নিজেদের কতটা উজাড় করে দিতে পারবেন তা নিয়ে সংশয় ছিল অনেকেরই। কিন্তু সকলকে ভুল প্রমাণ করে ভূস্বর্গে নিজের ছাপ রেখে গেলেন ডিপান্ডা ডিকা। কিসেকার ক্রস থেকে দুর্দান্ত হেডারে বল জালে জড়িয়ে কাঙ্খিত জয় উপহার দিলেন দলকে। দ্বিতীয়ার্ধে হেনরি বক্সের মধ্যে থেকে নিশ্চিত গোল মিস না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত গঙ্গাপারের ক্লাব। তবে অ্যাওয়ে ম্যাচে যে শেষমেশ তিন পয়েন্ট এসেছে, এর চেয়ে বড় স্বস্তি আর কী-ই বা হতে পারে।
গত ম্যাচের উইনিং কম্বিনেশনের উপরই ভরসা রেখেছিলেন কোচ শংকরলাল। তাই তিন পয়েন্ট কার্যত নিশ্চিত হওয়ার পর আর সোনি নর্ডিকে এদিন মাঠে নামালেন না তিনি। মোহনাবাগানের টানা দু’ম্যাচে জয়ে ফের জমজমাট হয়ে উঠল আই লিগ। চার ম্যাচে বাগানের সংগ্রহ এখন আট পয়েন্ট। এই জয়ই যে আগামী ম্যাচগুলোর জন্য দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।