তৃণমূলের সঙ্গে জোট হলেও তা মানবেন না বলে হুঁশিয়ারি দিলেন বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। এমনকি জোট হলেও তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানিয়ে দেন তিনি।
বহরমপুরে একটি সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা অধীর বলেন, ‘তৃণমূল আগেই বলে দিয়েছে তারা কোনও জোট করবে না। তারপরেও যদি জোটের গল্প হয়, আমি সেই জোটে নেই। সারা বাংলায় জোট হলেও বহরমপুরে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনও জোট হবে না। আমি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি, করে যাব। সিপিএমের সঙ্গে জোট হবে কি-না দিল্লী জানে। তবে তৃণমূল আমাকে এবার লোকসভা ভোটে গুরুত্ব দিচ্ছে দেখে আমি গর্বিত। মুখ্যমন্ত্রী আমাকে হারাতে তৎপর। এটা আমার রাজনৈতিক জীবনের বড় পাওনা। আমি তৃণমূলের চ্যালেঞ্জ গ্রহণ করছি। আমার সঙ্গে মানুষ আছেন। বাকিটা ভোটে প্রমান হবে’।
উল্লেখ্য, বুধবার বহরমপুরের দলীয় সভায় পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘অধীরকে হারানোর সব দায়িতব আমি আমার কাঁধে নিচ্ছি। অধীরকে হারিয়ে মুর্শিদাবাদে তৃণমূলের বৃত্ত সম্পূর্ণ করতে হবে’। এদিন তারই পাল্টা অধীর দিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।