বিজেপির রথ যাত্রাকে রাবণ যাত্রার সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপির রথ যাত্রার পাল্টা পবিত্রযাত্রা করার কথাও ঘোষণা করলেন তৃণমূল নেত্রী। বললেন, ‘যেখান দিয়ে বিজেপি-র রথ যাবে, সেখানে পরদিন পবিত্র যাত্রা করবে তৃণমূল’।
আজ শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বর্ধিত সাধারণ পরিষদের বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলের নেতা কর্মীদের এই নির্দেশ দেন তিনি।
বিজেপির রথকে ইতিমধ্যেই ফাইভস্টার হোটেল বলে খোঁচা দিয়েছেন মমতা। নেতাজি ইন্ডোরের সভায় বিজেপিকে খোঁচা দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘ওদের রথযাত্রাকে পাত্তা দেওয়ার দরকার নেই। ওটা রাজনীতির রথযাত্রা। তাই যেখান দিয়ে বিজেপি-র রথ যাবে, সেখানে পবিত্র যাত্রা করবে তৃণমূল’।
বিজেপির রথযাত্রায় যাতে রাজ্যে কোনও ঝামেলা না হয়, তাও এদিন বুঝিয়ে দিয়েছেন মমতা। তাঁর স্পষ্ট বার্তা, রথ যে রাস্তা কলুষিত করবে, সেই রাস্তাতেই হবে তৃণমূলের পবিত্রযাত্রা। বিজেপির রথ যে রাস্তা ধরে যাবে, সেখানেই পরেরদিন পবিত্রযাত্রা করবে তৃণমূল।
প্রসঙ্গত, এর আগে উত্তরভারতে রথযাত্রা করলেও বঙ্গের রাস্তায় প্রথমবার গড়াবে বিজেপির রথের চাকা। ৫,৭ ও ৯ ডিসেম্বর তারাপীঠ, কোচবিহার ও গঙ্গাসাগর থেকে বিজেপির রথযাত্রার সূচনা করবেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।