আজ শুক্রবার নেতাজি ইন্ডোরের তৃণমূলের বর্ধিত কোর কমিটির সভা থেকেই শুরু হয়ে গেল ব্রিগেডের প্রস্তুতি। প্রায় ১৫ হাজার নেতা-কর্মী উপপস্থিত ছিলেন এদিনের সভায়। ছিলেন ১৩ রাজ্যের তৃণমূলের প্রতিনিধিরা। ইন্ডোরে এত বড় সভা এর আগে হয়নি।
ইন্ডোরের এই সভাতেই ২০১৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে দলকে ঢেলে সাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নির্দেশ মেনে ইতিমধ্যেই ব্রিগেড নিয়ে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। কয়েক দিনের মধ্যে হোর্ডিংও লাগানো হবে।
আজকের সভা শেষে তৃণমূলের এক নেতা জানালেন, ‘দল এখন অটুট। ঐক্যবদ্ধ। মাঝে মধ্যে বিজেপির গুটিকয়েক নেতা উঁকিঝুঁকি মারছেন। এতে কোনও লাভ হবে না। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। বাংলার মানুষ এর সঙ্গে পরিচিত নয়। কংগ্রেস-সিপিএমের জোটও প্রভাব ফেলতে পারবে না’।
তৃণমূলের নেতা-কর্মীরাও আজ থেকেই নিজেদের এলাকায় ব্রিগেডের প্রচার শুরু করে দিচ্ছেন। জাতীয় স্তরের নেতারাও ব্রিগেডে আসবেন বলে জানিয়েছেন। তার আগে বিজেপি বিরোধী বৈঠক হবে দিল্লীতে। সেখানে মধ্যমণি মমতা। চন্দ্রবাবু আমন্ত্রণ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীকে। এই ব্যাপারে ১৯ নভেম্বর কলকাতায় এসে মমতার সঙ্গে আলোচনা সারবেন তিনি।