এবার এ দেশ-সহ গোটা বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিল টেলিকম সংস্থা ভোডাফোন।
সূত্র থেকে পাওয়া খবর, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের ব্যবসায়িক সাম্রাজ্যে কর্মী ছাঁটাই করতে চায় ভোডাফোন। বাদ যাবে না ভারতও। চলতি বছরের প্রথম অর্ধে তাদের ৭৮০ কোটি ইউরো নিট লোকসানের প্রেক্ষিতেই এমন ইঙ্গিত দিয়েছে এই বহুজাতিক টেলিকম পরিষেবাকারী সংস্থা।
ভোডাফোনের নতুন চিফ এক্সিকিউটিভ নিক রিড জানিয়েছেন, ২০২১ সালের মধ্যে তিনি সংস্থার পরিচালন খাতে খরচ ১২০ কোটি ইউরো কমাতে চান। রিড বলেন, ‘আমার নতুন কৌশলগত অগ্রাধিকারের মধ্যে রয়েছে আমাদের পরিচালন মডেল দ্রুত সরলীকরণ করা এবং পরিকাঠামো সম্পত্তি থেকে আরও বেশি আয় সুনিশ্চিত করা।’
জানা গেছে, চলতি বছরের শুরু থেকে ভোডাফোনের শেয়ারদর এখনও পর্যন্ত ৩৯ শতাংশ কমেছে। পাশাপাশি, ফাইভ-জি পরিষেবার স্পেকট্রাম ক্রয়ের জন্য সংস্থার বিরাট অর্থ বরাদ্দ এবং ইউরোপের বেশ কিছু দেশে অত্যন্ত কড়া প্রতিযোগিতার কারণেও ভোডাফোনের শেয়ার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিনিয়োগকারীরা।
এক বিবৃতিতে সংস্থার তরফে বলা হয়েছে, ‘গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাসে স্পেন, রোমানিয়ায় গোষ্ঠীর লগ্নি খাতে ৩৫০ কোটি ইউরো ক্ষতি এবং ভোডাফোন ইন্ডিয়া আইডিয়ার সঙ্গে মিশে যাওয়ায় আরও ৩৪০ কোটি ইউরো লোকসান হয়েছে।’
উল্লেখ্য, ভোডাফোন ইন্ডিয়া ও আইডিয়া সংযুক্তিকরণের পরে আত্মপ্রকাশ করেছে নয়া সংস্থা, ভোডাফোন আইডিয়া লিমিটেড। ওই সংযুক্ত সংস্থায় ভোডাফোনের অংশীদারিত্ব ৪৫.২ শতাংশ। আর আদিত্য বিড়লা গোষ্ঠীর হাতে রয়েছে ২৬ শতাংশ মালিকানা।