মোদী জমানায় দেশে দুটি গুরুত্বপূর্ণ ইস্যু হল ‘রাম’ এবং ‘নাম’। প্রায় প্রতিদিনই কোনও না কোনও শহরের নাম বদল হচ্ছে। ইতিমধ্যেই এলাহবাদের নাম বদলে হয়েছে প্রয়াগরাজ্য। ফৈজাবাদের নাম বদল করে রাখা হয়েছে অযোধ্যা। আবার আন্দামান ও নিকোবার দীপের নাম বদলে শহিদ ও স্বরাজ করার আর্জিও পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রীর কাছে। কেবল আটকে দেওয়া হয়েছে বাংলাকে। এ রাজ্যের বেলায় ‘পশ্চিমবঙ্গ’ নাম বদলে ‘বাংলা’ রাখা যাবে না কেন? এ নিয়ে বারবার তোপ দেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার এই প্রসঙ্গে কেন্দ্রকে দুষে এবং মমতাকে সমর্থন জানিয়ে টুইট করলেন কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি। আজ সকাল থেকে মোট দুটি টুইট করেন সিঙ্ঘভি। টুইটে তিনি বলেন, আসলে রাজনৈতিক কারণেই কেন্দ্র ‘বাংলা’ নামকরণে বাধা দিচ্ছে। কারণ দেখানো হচ্ছে বাংলাদেশ। যা একটি বিদেশী রাষ্ট্র এবং যাকে কেউই ভারতের সঙ্গে গুলিয়ে ফেলেনা। এমনকি আমাদের জাতীয় সঙ্গীতকেও উপেক্ষা করা হচ্ছে। দেশে কেবল একটিই বাংলাভাষী রাজ্য রয়েছে, তবে কেন পশ্চিমবঙ্গ? ‘বাংলা’ নয় কেন? শুধুমাত্র মমতার বিরোধীতা করার জন্যই উদ্দেশ্যপ্রণোদিত এমনটা করছে কেন্দ্র।
সিঙ্ঘভির মতে, কেন্দ্র বিভিন্ন রাজ্যের একের পর এক শহরের নাম কোনও না কোনও কারণ দেখিয়ে বদলে দিচ্ছে। কিন্তু বাংলার বেলায় তা না হওয়ার কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ঘোরতর বিরোধী। ফলে সম্পূর্ণ রাজনৈতিক কারণেই বঞ্চনার শিকার হচ্ছে বাংলা।