একেই পেট্রোল-ডিজেলের দামে জ্বলছে গোটা দেশ। এখন আবার গোদের উপর বিষফোঁড়া রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। গ্যাস সিলিন্ডারের মাত্রাতিরিক্ত দাম বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।
এতদিম বাড়ির কর্তাদের দেখা যেত পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে বিক্ষোভ করতে বা সরব হতে। তবে এবার রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় গ্যাস সিলিন্ডারে প্রধানমন্ত্রী মোদির ছবি সাটিয়ে এক অভিনব বিক্ষোভ করল পাঞ্জাবের অমৃতসরের মহিলারা।
গ্যাস সিলিন্ডারের দামবৃদ্ধি নিয়ে নাজেহাল গোটা দেশ। মাত্র দু’মাসের মধ্যে রান্নার গ্যাসের মাত্রাতিরিক্ত দামবৃদ্ধির জন্যে কেন্দ্রের বিজেপি সরকারকেই দায়ী করছেন সাধারণ মানুষ। গতকালও পাঞ্জাবের অমৃতসরে, মহিলা কংগ্রেসের নেতৃত্বে হাজার হাজার মহিলারা অমৃতসর শহরের রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিলে দেখা যায়, পথে নেমে মোদি সরকারের বিরুদ্ধে রীতিমতো ফুঁসছেন মহিলারা। সকলেই সঙ্গে এনেছেন গ্যাসের সিলিন্ডার। প্রতিটি সিলিন্ডারের মধ্যেই বড় করে প্রধানমন্ত্রী মোদীর ছবি লাগানো। ওই মিছিল থেকে দাবি ওঠে, রান্নার গ্যাসের অস্বাভাবিক দামবৃদ্ধির জন্যে মোদী সরকারকে জবাবদিহি করতে হবে। যা দেখে ইতিমধ্যেই কপালে ভাঁজ পড়েছে কেন্দ্রের।