বল টেম্পারিংয়ের অভিযোগে এক বছরের নিষিদ্ধ রয়েছেন অস্ট্রেলিয়ার দুই সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। গত মার্চে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে তাদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে। পরে সত্যতা মিললে এই দুজনকে এক বছর ও ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।
সেই নিষিদ্ধ দুই ব্যাটসম্যান স্মিথ-ওয়ার্নার ভারতের বিপক্ষে আসন্ন হোম সিরিজে ফিরছেন বলে গুঞ্জন রয়েছে। কারণ এ দুজনকে ছাড়া একের পর এক ব্যর্থতার গ্লানি টানতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। তাই দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজের আগেই স্মিথ-ওয়ার্নারের ওপর থেকে নির্বাসন তুলে নেওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর ক্রমাগত চাপ দিচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা এসিএ।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে ক্রিকেট বিশেষজ্ঞদের বেশিরভাগই বিরাটদের ফেভারিট বলছেন। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টসের ইঙ্গিত সত্যি হলে স্মিথ-ওয়ার্নারদের হয়তো আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজেই দেখা যাবে।