লোকসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ বিজেপি-বিরোধী জোট। সেই উদ্দেশ্যেই আগামী ১৯ জানুয়ারি ব্রিগেডে সভা ডেকেছেন তিনি। হাতে অনেকটা সময় থাকলেও, এখন থেকেই সেই সভার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল।
সোমবার তৃণমূল ভবনে দলের প্রথম সারির নেতারা প্রস্তুতি বৈঠক করেন। বৈঠকে ছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, শিশির অধিকারী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৈঠকে সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ব্রিগেডের সভার প্রচারে দেওয়াল লিখনের উপর জোর দেওয়া হবে। এছাড়া, গোটা বাংলা জুড়ে লাগানো হবে হোর্ডিং। দেওয়াল এবং হোর্ডিংয়ে কী লেখা হবে, তা তৃণমূল ভবন থেকেই জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি, আগামী ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোরে কর্মীসভা ডাকা হয়েছে। ওই সভা থেকেই মমতা গাইডলাইন দেবেন।
ব্রিগেডের সভায় তিনি বিরোধী দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন। ইতিমধ্যেই আমন্ত্রণ পেয়ে সভায় আসবেন বলে মমতাকে জানিয়ে দিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সোনিয়া ও রাহুলকেও মমতা আমন্ত্রণ জানাবেন।
বিজেপির উদ্দেশ্যে মমতার বার্তা, ‘২০১৯ বিজেপি ফিনিশ’। ব্রিগেডের সভাটিকে ঐতিহাসিক সমাবেশের রূপ দিতে বদ্ধপরিকর তৃণমূল। বিজেপিকে হটানোর জন্য এই ব্রিগেড থেকেই জোটবদ্ধ লড়াইয়ের ডাক দেওয়া হবে।