#MeToo ঝড়ে খসে পড়ছে এক একটা মুখোশ। এবং ক্রমশই সামনে আসছে রুপোলি পর্দায় দেখা মানুষদের নতুন মুখ। এত দিন ‘কাস্টিং কাউচ’-এর দিকে আঙুল তুলেছেন নির্যাতিতারা। এখন দেখা যাচ্ছে অভিনেতা, লেখক, গায়ক, পরিচালক, প্রযোজক, কোরিওগ্রাফার— সবাই এক একজন মুখোশধারী।
সপ্তাহ খানেক আগেই অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। এরপর থেকেই যেন বলিউডে উঠেছে #MeToo ঝড়৷ অভিনেত্রী, মডেলদের একের পর এক অভিযোগের তিরে বিদ্ধ সেলিব্রিটিরা৷ আপাতত সেই ইস্যুতেই সরগরম বলিউড। ইতিমধ্যেই নির্যাতিতাদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলনে সরব হয়েছে বলিউড এবং বুদ্ধিজীবীদের একাংশ।
তবে এবার অভিযোগের আঙুল উঠল বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের দিকেই! যদিও আগাগোড়াই ভদ্রলোক বলেই পরিচিত তিনি। তবে হঠাৎ-ই সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট স্বপ্না মোতি ভবনানি টুইটের মাধ্যমে বিগ বি-কে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন৷
গত বছরে মুক্তি পাওয়া ছবি ‘পিঙ্ক’-এ তিন তরুণীর বিরুদ্ধে ঘটে যাওয়া হেনস্থার প্রতিবাদ করতে দেখা গিয়েছিল বিগ বি অভিনীত চরিত্রটিকে৷ সেই প্রসঙ্গ উল্লেখ করেই স্বপ্না লিখেছেন, ‘এবার মিথ্যা প্রমাণ হবেন আপনি। ’পিঙ্ক’ ছবির মাধ্যমে আপনি নিজেকে একজন সমাজ সংস্কারক রূপে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আপনার সেই ইমেজ নষ্ট হবে শীঘ্রই। খুব তাড়াতাড়িই সত্যিটা সকলের সামনে আসবে৷ আমার মনে হয়, আপনি এখন নিজের ভুলের জন্য হাত কামড়াচ্ছেন। কারণ, নখ কম পড়বে আপনার।’
এই টুইটের পাশাপাশি #MeToo মুভমেন্টেও শামিল হয়েছেন স্বপ্না৷ এমনকি তাঁর টুইটে অমিতাভ বচ্চনকেও ট্যাগ করেছেন তিনি৷ রাতারাতি এই পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে সব মহলে। সকলেরই এক প্রশ্ন, এবার কি তবে #Me Too মুভমেন্টে নাম জুড়তে চলেছে শাহেনশারও? এই নিয়ে দু’ভাগে বিভক্ত বলিউড। সোশ্যাল মিডিয়ায় ঝরে পড়েছে নেটিজেনদের বিস্ময়। এখন স্বপ্নার পরের পোস্টের অপেক্ষায় দিন গুনছে গোটা বলিউড।