দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। বছর ঘুরলেই লোকসভা ভোট। অথচ রামমন্দির ইস্যুতে কোনও হেলদোল নেই বিজেপির। তাই রীতিমতো হুঁশিয়ারির সুরে জোট শরিক বিজেপিকে সাবধান করেছে শিবসেনা। বলেছে, ‘বিজেপির জন্য ‘আচ্ছে দিন’ আনলেও ভগবান রাম নির্বাসিত হয়েছেন। অযোধ্যার রামমন্দির তৈরি না হলে বিজেপি মিথ্যাবাদী প্রতিপন্ন হবে। ক্ষমতা হারাবে’।
শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’য় দাবি করা হয়েছে, উত্তরপ্রদেশে বিজেপির জয়ের নেপথ্যে রয়েছে রামমন্দির ইস্যু। অথচ এখন যারা মন্দির নির্মাণের কথা বলছেন তাঁদের হেনস্থা করছে সরকার’। শিবসেনার প্রশ্ন, ‘মন্দির নির্মাণের দাবিতে যারা বিক্ষোভ করছেন তাঁদের কথা কবে ভাববে বিজেপি?’ এমনকি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর বিজেপির নির্ভরশীলতাকে ‘কাপুরুষতা’ আখ্যা দিয়েছে শিবসেনা। তিন তালাক, এসসি-এসটি নিগ্রহ প্রতিরোধ আইন বিষয়ে অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্রের বিজেপি সরকার। সেই বিষয়টিকে সামনে এনে শিবসেনার প্রশ্ন, তাহলে মন্দির নির্মাণ এবং অভিন্ন দেওয়ানি বিধির জন্য অর্ডিন্যান্স জারি করছে না কেন কেন্দ্রের বিজেপি সরকার? এরপরেই হুঁশিয়ারি দিয়েছে তারা, ‘কেন্দ্রে এবং অনেক রাজ্যেই ক্ষমতায় আছে বিজেপি। অনায়াসে রামমন্দির নির্মাণ করতে পারে তারা। এটা না করলে ক্ষমতাচ্যুত হতে হবে বিজেপিকে’।
মন্দিরের প্রধান পুরোহিত এই ঘটনায় ক্ষুব্ধ। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘জয় শ্রীরাম’ স্লোগান আওড়ান। কিন্তু মন্দির নির্মাণ নিয়ে একটি শব্দও উচ্চারণ করেন না। এর সঙ্গে হিন্দুদের আবেগ জড়িয়ে আছে’।