এখনই পর্যটনের আদর্শ সময়। ইতিমধ্যেই পর্যটকদের ঢল নামছে পাহাড়ে। যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে নজর দিয়ে এবার বাড়তে পারে দার্জিলিং টয় ট্রেনের কামরার সংখ্যা। দুটি কোচ থেকে তা বেড়ে হতে পারে তিনটি। গতকাল রেলমন্ত্রকের এক অনুষ্ঠান শেষে এ কথা জানিয়েছেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কর্তা যুবরাজ প্রধান। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই আমরা চেষ্টা করছি, যাতে টয় ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধি করা যায়। তাহলে আরও অনেক বেশি যাত্রী এবং পর্যটককে একইসঙ্গে টয় ট্রেনে বসানোর ব্যবস্থা করা যাবে। যদিও রেলমন্ত্রক সূত্রের খবর, পুজোর আগে এই পরিকল্পনা রূপায়নের কোনও রকম সম্ভাবনা নেই।
যুবরাজ বাবু বলেন, ‘আদতে গোটা বিষয়টি একটু সময়সাপেক্ষ ব্যাপার। কারণ কোচের সংখ্যা বৃদ্ধি করতে গেলে প্রযুক্তিগত কিছু পরিবর্তন করা প্রয়োজন। সেইমতো ব্যবস্থা করার পর ট্রায়াল রান দিতে হবে। তারপরেই আমরা সেটিকে সাধারণের জন্য খুলে দিতে পারব।’ রেলমন্ত্রক সূত্রের খবর, যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে ইতিমধ্যেই দার্জিলিং টয় ট্রেনের যাত্রীসংখ্যা বৃদ্ধি করে, দুটি কোচে ৩০ জন করে মোট ৬০ জন করা হয়েছে। এর আগে এই টয় ট্রেনের প্রথম শ্রেণীতে ১২ জন এবং দ্বিতীয় শ্রেণীতে ১৬ জন যাত্রীর বসার ব্যবস্থা ছিল। প্রসঙ্গত, উত্তরবঙ্গ ভ্রমণকারী যে কোনও পর্যটকের কাছেই দার্জিলিং টয় ট্রেন অত্যন্ত আকর্ষণের একটি জিনিস। উত্তরবঙ্গের পাহাড়ে সফর করলে পর্যটকেরা একবার অন্তত টয় ট্রেনে চড়ার চেষ্টা করেন। মূলত তাঁদের কথা ভেবেই এই ইস্যুতে যাত্রী স্বাচ্ছন্দ্যে এতটা উদ্যোগী হয়েছে রেলমন্ত্রক।