এবার অ্যাপেও মিলবে কলকাতা ‘প্রিপেড ট্যাক্সি’। বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হয়েছে। যিনি অভিজ্ঞ যাত্রী তিনি জানেন, নিজের গাড়ি না থাকলে ভোর বা গভীর রাতে বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছনোয় হ্যাপা কত! তবে বিধাননগর পুলিশের দাবি, এখন থেকে তেমন অভিজ্ঞতা আর হবে না যাত্রীদের। বিমানে ওঠার আগেই বিধাননগর পুলিশের নিজস্ব অ্যাপের মাধ্যমে অগ্রিম বুক করে নিতে পারবেন প্রিপেড ট্যাক্সি। তার জন্য লাইনেও দাঁড়াতে হবে না আর।
মোবাইলের গুগল প্লে স্টোরে গেলেই মিলবে ‘Bidhannagar police prepaid taxi’ নামক এই প্রিপেড ট্যাক্সির অ্যাপ। সহজেই ডাউনলোড করতে পারবেন সকলে। প্রথমে নিজের ফোন নম্বর দিয়ে আরও পাঁচটা অ্যাপের মতই রেজিস্টার করতে হবে। তারপর নিজের প্রয়োজন মতো অগ্রিম বুক করে নিতে পারবেন ট্যাক্সি। বুক হয়ে গেলেই পেয়ে যাবেন কিউআর কোড। বিমানবন্দরে নেমে সেই কিউআর কোড ৪-এ এবং ৪-বি গেটের উল্টোদিকে পুলিশ কিয়স্কে স্ক্যান করালেই আপনি পেয়ে যাবেন আপনার ট্যাক্সি নম্বর। এর ফলে আর লাইনে দাঁড়িয়ে প্রিপেড ট্যাক্সি বুক করতে হবে না। অনলাইনেই গন্তব্যের জন্য বাহন বুক করা যাবে। আবার অন্য অনলাইন ক্যাবের মতো এইসব ট্যাক্সির ভাড়াও অনলাইনে দেওয়া যাবে।
বিধাননগর কমিশনারেটের ডিসি (সদর) অমিত জাভালগি সোমবার জানিয়েছেন, চলতি সপ্তাহ থেকেই এই পরিষেবা চালু হয়েছে। প্রি-পেড ট্যাক্সি বুক করার ঝক্কি কমাতেই এই উদ্যোগ। কলকাতা বিমানবন্দর থেকে ৩৫ কিমি ব্যাসার্ধের এলাকার মধ্যে যে কোনও জায়গায় যাওয়ার জন্য এই ট্যাক্সি বুক করা যাবে। ভাড়াও হবে সরকারি হারেই। অর্থ্যাৎ অ্যাপের মাধ্যমে বুকিং হলেও অতিরিক্ত ভাড়া লাগছে না। ২৪ ঘণ্টার এই পরিষেবায় যাত্রীদের আর প্রিপেডের লাইনে দাঁড়াতে হবে না। সেই সঙ্গে অনলাইনে আগেই যাঁরা বুক করে রেখেছেন তাঁরা তাঁদের ট্যাক্সি আগে পাবেন। অন্য এক পুলিশ কর্তাও আশাবাদী যে, বিমানবন্দরে বহু চেষ্টা করেও যে দালাল-রাজ বন্ধ করা যায়নি, সেই দালালদের বাগে আনা যাবে এই পদ্ধতিতে।




