বিনিয়ােগে শ্রেষ্ঠ গন্তব্য বাংলা। ফ্রাঙ্কফুর্ট সহ জার্মানির বণিকসভার শীর্ষ উদ্যোগ পতিদের কাছে বাংলার শিল্পায়নের এই শ্রেষ্ঠত্বই ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভারতের মধ্যে ‘ইজ অফ ডুইং বিজনেস’-এ প্রথম স্থান অধিকার করেছে। দক্ষ কারিগর পাওয়ার ক্ষেত্রেও বাংলা ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। বাংলায় সব থেকে কম খরছে, সব থেকে দক্ষ শ্রমিক পাওয়া যায়। বাংলায় বিদ্যুৎ উদবৃত্ত। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘শিল্পায়নের ক্ষেত্রে বাংলায় বিদ্যুৎ উদবৃত্ত রয়েছে। শিল্পায়ন প্রক্রিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্র ই-গর্ভনেন্স, ই-টেন্ডারিং, সামাজিক প্রকল্প রূপায়নের নিরিখে বাংলা অন্যতম শ্রেষ্ঠ জায়গায় পৌঁচ্ছে গেছে। পৃথিবীর সেরা সামাজিক প্রকল্প রূপায়নে রাষ্ট্রসংঘ বাংলার কন্যাশ্রীকে স্বীকৃতি দিয়েছে। সর্বপরি শিল্পায়ন প্রক্রিয়াকে আরও উন্নয়ন করতে রাজ্য সরকার পরিকাঠামাে উন্নয়নে বিশেষ ভাবে জোড় দিয়েছে। সব মিলিয়ে বাংলাই বিনিয়ােগের সব থেকে নিরাপদ স্থান। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছেন জার্মানির বণিক সভার বিশিষ্ট উদ্যোগপতিরা।
