মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর কেটে গেছে ৪ দিন। যানযন্ত্রণায় কাহিল নিত্যযাত্রীরা। রাস্তায় বেরিয়ে হিমশিম অবস্থা। যেতে হচ্ছে ঘুরপথে। ফলে ৫ মিনিটের গন্তব্যে পৌঁছতে দেড় ঘণ্টা কাবার। এদিকে ঘুরপথে গাড়ি যাওয়ায়, অতিরিক্ত ভাড়া হাঁকছেন অটোচালকরা। বিকল্প রাস্তার দশাও বেহাল। সব মিলিয়ে শিরে সংক্রান্তি অবস্থা। তবে মুশকিল আসান করতে চেষ্টার কসুর করছে না কলকাতা ট্রাফিক পুলিশ। এই জন্য ট্রাফিকে কিছু পরিবর্তন এনেছে তারা।
লালবাজারে অতিরিক্ত নগরপাল বিনীত গোয়েল নতুন রুটগুলি সম্পর্কে অবহিত করেন। পাশপাশি যে-সমস্ত রুটে অটো অতিরিক্ত ভাড়া দাবি করছে, নির্দিষ্ট অভিযোগ পেলে পুলিস সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।
লালবাজার থেকে রুটগুলি সম্পর্কে যে তথ্যগুলি জানানো হয়েছে –
(১) বেহালা থেকে যে গাড়িগুলি আসছে, সেগুলি তারাতলা রোড, হাইড রোড, রিমাউন্ট রোড হয়ে ডায়মন্ড হারবার রোড অথবা সিজিআর রোড, হেস্টিংস, স্ট্র্যা ন্ড রোড, খিদিরপুর রোড হয়ে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট বা ডালহৌসি যেতে পারে।
এখন হাইড রোডের অবস্থা ভাল নয়। রাস্তাটি সারানোর জন্য পূর্ত দপ্তর এবং পুরসভা কাজ শুরু করে দিয়েছে। রাস্তাটি সারানো হয়ে গেলে যাতায়াত সহজ হয়ে যাবে। ঘোড়াগাছা রোড, ট্রান্সপোর্ট ডিপো রোড, হবকন রোডও সারানোর কাজ চলছে।
(২) ব্যস্ত সময়ে বজবজ থেকে আসা গাড়িগুলি তারাতলা রোড, নেচার পার্ক হয়ে গার্ডেনরিচ উড়ালপুল হয়ে রিমাউন্ট রোড হয়ে মোমিনপুর যেতে পারবে।
(৩) ঠাকুরপুকুর, জোকা হয়ে আসা গাড়িগুলি জেমস লং সরণি বা এম জি রোড হয়ে টালিগঞ্জ, রাসবিহারী, গড়িয়াহাট, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, বিবাদী বাগ আসবে। প্রয়োজন অনুযায়ী এম জি রোডকে ব্যবহার করা হচ্ছে।
(৪) আলিপুর রোড থেকে বর্ধমান রোড এবং আলিপুর রোড থেকে চেতলা সেন্ট্রাল রোড, রাজা সন্তোষ রোড ক্রসিং এখন একমুখী করা হয়েছে। দক্ষিণমুখী গাড়ি রাসবিহারী, নিউ আলিপুর আইল্যান্ড, সাহাপুর রোড বা টালিগঞ্জ সার্কুলার রোডের দিকে যাবে।
(৫) রাজা সন্তোষ রোড হয়ে আলিপুর পার্ক রোডের দিকে রাস্তাটি একমুখী করা হয়েছে। উত্তরমুখী গাড়িগুলি রাজা সন্তোষ রোড এবং আলিপুর রোডের ক্রসিং থেকে রাজা সন্তোষ রোডে এসে পড়ছে। এর পর গাড়িগুলি আলিপুর পার্ক রোড, বর্ধমান রোড, ডায়মন্ড হারবার রোড অথবা নিউ রোড হয়ে জাজেস কোর্ট রোড দিয়ে হাজরা, ন্যাশনাল লাইব্রেরি এবং এক্সাইডের দিকে যাবে।
(৬) শুধুমাত্র পুব দিকে যাতায়াতের জন্য ব্যবহার করা হচ্ছে এন আর অ্যাভিনিউ। মিন্ট থেকে নিউ আলিপুর ট্র্যা ঙ্গুলার পার্কের দিকে যেতে হলে ধরতে হবে এই রাস্তা। অন্য দিকে, সাহাপুর রোড দিয়ে পশ্চিমমুখী যান তারাতলার দিকে যাবে।
(৭) বেশির ভাগ গাড়ি এন আর অ্যাভিনিউ, দুর্গাপুর ব্রিজ, টালিগঞ্জ সার্কুলার রোড হয়ে রাসবিহারী, গড়িয়াহাট, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেডের দিকে যাওয়ায় যানজট বাড়ছে। কিন্তু কলকাতা পুলিশ লক্ষ্য করেছে, ব্রেস ব্রিজের পশ্চিম দিকে তারাতলা রোড, গার্ডেনরিচ উড়ালপুল, রিমাউন্ট রোডে যান-চলাচল তুলনামূলক ভাবে কম। তাই এই রাস্তাগুলিতে যান-চলাচল আরও আরও একটু বাড়াতে চাইছে কলকাতা পুলিশ। এই পথ ধরলে উত্তর ও মধ্য কলকাতায় পৌঁছোতে সুবিধে হবে।