বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে হিন্দু তালিবানিদের দৌরাত্ম্য অনেক বেড়ে গিয়েছে। তারা একে একে হত্যা করেছে গৌরি লঙ্কেশ, গোবিন্দ পানসারে, নরেন্দ্র দাভোলকারের মতো ধর্মনিরপেক্ষ, যুক্তিবাদীদের। এবার তাদের লক্ষ্যে রয়েছে যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকারের মেয়ে মুক্তা দাভোলকার। সন্ত্রাসদমন শাখা সূত্রে পাওয়া খবর, উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলি, হিন্দু ধর্ম ও ঐতিহ্যের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা বা বিবৃতি দেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম তাদের হিটলিস্টে লিখে রেখেছে।
মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখা (এ টি এস), একটি বিশেষ আদালতে অবিনাশ পাওয়ারের পুলিশ হেফাজত-এর সময় বাড়ানোর দাবি জানায় এবং সমগ্র মামলার একটি কেস ডায়েরি হস্তান্তর করা হয় আদালতের হাতে; সেই ডায়েরি থেকেই হদিশ পাওয়া যায় হিটলিস্টে থাকা ব্যক্তিদের নাম। তদন্তকারী অফিসার গ্রেফতার হওয়া এই সন্দেহভাজন সন্ত্রাসীর কাছ থেকে, তাদের হিট লিস্টে থাকা ব্যক্তিবর্গের নাম নথিভুক্ত করেছেন।
এই হিট লিস্ট বা টার্গেট লিস্টে রয়েছে যেমন যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকরের মেয়ে মুক্তার নাম, তেমনি রয়েছে এন সি পি-র বিধায়ক জিতেন্দ্র আওহাদ, সমাজকর্মী শ্যাম মানব সহ আরও অনেকের নাম। বিশেষ বিচারপতি ৪ঠা সেপ্টেম্বর অব্দি পাওয়ারকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
মাজাগন ডক্সে চাকরিরত ঘাটকোপারের অধিবাসী, অবিনাশ পাওয়ারকে ২৪ আগস্ট গ্রেফতার করা হয়, মহারাষ্ট্রের ৫টি শহরে বোমা বিস্ফারণের সাথে জড়িত থাকার অপরাধে। গ্রেফতার করা অভিযুক্তদের সাথে, হামলা চালানোর অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়। ৯ আগস্ট সন্ত্রাসদমন শাখা, গো-রক্ষক এবং সনাতন সংস্থার অফিস থেকে ২০টি বোমা, পিস্তল, বিষ, বিস্ফারক এবং বোমা তৈরির বিভিন্ন সামগ্রী আটক করে। একইসাথে সমর্থক বৈভব রাউতকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।