সবার বয়স বাড়ে। গিয়ানলুইগি বুফোঁর কমে! চল্লিশে চালশে হওয়ার বদলে উল্টো বুফোঁর ধমনীতে যৌবন গর্জন। ইতালির কিংবদন্তি গোলকিপার নিজেই জানালেন, পাঁচ বছর আগের চেয়ে এখন ঢের ভালো অবস্থায় আছেন তিনি। ফিটনেসের পাশাপাশি পারফরম্যান্সের ধারও নাকি বাড়ছে।
মানুষটা বুফোঁ বলেই দাবিটা উড়িয়ে দেয়া যাচ্ছে না। ক্যারিয়ারের শুরুতে খেলেছেন জর্জ উইয়াহর বিপক্ষে। আর এখন লাইবেরিয়ান কিংবদন্তির ছেলে টিমোথি উইয়াহ তার সতীর্থ! তিনটি প্রজন্মকে মন্ত্রমুগ্ধ করে রাখা বুফোঁ ৪০ বছর বয়সে জুভেন্টাসকে বিদায় জানিয়ে যোগ দিয়েছেন অন্যতম সেরা ক্লাব পিএসজিতে। সেখানেও তিনি দলের এক নম্বর গোলকিপার। এই বয়সেও ক্যারিয়ারে ভাটার টান না লাগাটা বিস্ময়কর।
ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বুফোঁ যা বললেন, সেটা আরও বিস্ময়কর, ‘৩৫ বছর বয়সের বুফোঁর সঙ্গে আজকের বুফোঁর তুলনা করলে আমি বলব এখন আমি অনেক ভালো অবস্থায় আছি। আপনি হয়তো বলবেন, এটা অসম্ভব। আমিও তাই বলব। কিন্তু নিজের ভেতরে আমি অনুভব করি, পাঁচ, ছয় বা সাত বছর আগের চেয়ে আমি ভালো বোধ করছি। প্রতিনিয়ত আরও উন্নতি করছি। বলতে পারব না কেন। হতে পারে আমি আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছি। এই বয়সে অনুপ্রেরণাটা খুব জরুরি। আমি ভালো করছি, কারণ নিজের খেলাটা উপভোগ করি।’