তৃণমূলকে সরিয়ে পঞ্চায়েত বোর্ড গঠনে কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে হাত মেলাতে বিজেপি-র কোনও অসুবিধা নেই বলে জানিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পঞ্চায়েত ভোটের আগেই কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে বিজেপি-র আঁতাত নিয়ে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের এই মন্তব্যের ফলে তৃণমূল নেত্রীর অভিযোগই জোরদার হল।
দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, ‘যেটা এতদিন কম্বলের নীচে ছিল সেটা এবার বাইরে এল।’ তাঁর কথায়, ‘এতে মানুষের লাভ হল। যারা পঞ্চায়েত নির্বাচনে স্থানীয়ভাবে লক্ষ্য করেছিলেন তাঁরা জানেন এই তিনটি পতাকা এক। এই তিনটি পতাকার বিরুদ্ধেই মানুষকে সঙ্গে নিয়ে শান্তি, সম্প্রীতি, সৌহার্দকে মাথায় রেখে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’স্বাভাবিকভাবেই বিজেপি-র রাজ্য সভাপ্তির এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। দিলীপ ঘোষকে কটাক্ষ করে তৃণমূলের মহাসচিব বলেন, ‘আপনাদের নেতার ৫৬ ইঞ্চি বুক কমতে শুরু করেছে। আর আপনি গামছার বদলে কলসি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।’
অবশ্য নিজের বক্তব্যের সমর্থনে যুক্তি দিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর যুক্তি, মতাদর্শ, রাজনীতি এবং পঞ্চায়েতে বোর্ড গঠন এক নয়। দিলীপের এই যুক্তি খারিজ করে দিয়ে সিপিএম সাংসদ পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম পাল্টা বলেন, ‘বিজেপি-র সঙ্গে হাত মেলানোর কোনও প্রশ্নই নেই। এমন ঘটনা জানতে পারলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’
একই অভিমত বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নানেরও। তিনি বলেন, ‘যারা দেশকে টুকরো করতে চাইছেন তাঁদের সঙ্গে কোনও বোঝাপড়া নয়। কংগ্রেস এর মধ্যে নেই।’