আগামী ১০ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়া ডিজিটাল কনক্লেভের আয়োজন করেছে তৃণমূল। ওইদিন নজরুল মঞ্চের কর্মশালায় তৃণমূলের ‘ডিজিটাল সৈনিক’ বা ‘ডিজিটাল সহায়ক’-দের পাঠ দেবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কনক্লেভের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ডিজিটাল কনক্লেভ’।
মূলত বিজেপি–র সোস্যাল মিডিয়ার সঙ্গে পাল্লা দিতেই এই কনক্লেভ। সোস্যাল মিডিয়া ব্যবহার করে বিজেপি তৃণমূলকে যেভাবে ক্রমাগত আক্রমণ করছে, তারই উপযুক্ত জবাব দিতে চায় তৃণমূল। কাঁটা দিয়ে কাঁটা তুলতে তাই সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করছে তারা।
ডিজিটাল মিডিয়ার মাধ্যমে গত সাত বছরের উন্নয়নের কথা ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি চলবে দলীয় প্রচারও। সরকারের বড় প্রকল্পগুলি যেভাবে কাজ করছে, তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তৃণমূল মনে করে, ডিজিট্যাল কনক্লেভ নতুন দিগন্ত খুলে দেবে। দলের সকলকেই সোস্যাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নজরুল মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সোস্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত প্রায় ৬৫০টি গ্রুপের প্রতিনিধিরা। এছাড়া দলের নেতা, কাউন্সিলর এবং পঞ্চায়েত প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন ওইদিন।